নিউজ ডেষ্ক | ঢাকা — গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের মনারকান্দি গ্রামের প্রবীণ সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ আর নেই। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘ কয়েক দশক ধরে সাংবাদিকতার মাধ্যমে সত্য অনুসন্ধান ও সমাজসেবায় নিবেদিত ছিলেন মাহফুজ। দুর্নীতি, অনিয়ম এবং সামাজিক সমস্যার বিরুদ্ধে তার কলম সবসময় সত্য ও ন্যায়ের পথে দিক নির্দেশক ছিল। স্থানীয় মানুষের কাছে তিনি শুধু সাংবাদিক নন, বরং একজন পরামর্শদাতা এবং মানবিক সহায়ক ছিলেন।
বাদ আছরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যদের মতে, তিনি শুধু একজন ভাই নন, পুরো পরিবারের শক্তি ও আশা ছিলেন।
তার প্রয়াণে স্থানীয় সাংবাদিক অঙ্গন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকবার্তা ছড়িয়ে পড়ে। সিনিয়র সাংবাদিকরা মরহুমের নৈতিকতা, সততা ও সমাজপ্রেমের জন্য তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।
মাহফুজের সহকর্মী ও বন্ধুদের মতে, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকাহত পরিবারে গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। তার অবদান, নীতি ও মানবিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
হাকিকুল ইসলাম খোকন 



























