নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার — মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা-তারাপাশা সড়কের বেহাল দশা, নিম্নমানের কাজ এবং সরকারের ১১ কোটি ৬১ লক্ষ টাকার মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় জনতা সংবাদ সম্মেলন করেছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে হরিপাশা বাজারে ‘টেংরা-তারাপাশা সড়ক বাঁচাও!’ ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হরিপাশা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মাতাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, ব্যবসায়ী কমিটির সদস্য জহিরুল ইসলাম বাবু, বাজার সভাপতি ময়না মিয়া, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাওলানা ওলীউর রহমান এবং জামায়াতে ইসলামী টেংরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মর্তুজ মিয়া।
জান্নাত গ্রুপ হরিপাশা-এর সচিব জাকির হোসেন শাকিব বলেন, ২০২৪ সালের ৮ মে শুরু হওয়া এই প্রকল্পে নিম্নমানের কাজ হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে নতুন কার্পেটিং শুরু হওয়ার সময় সদ্য বিদায়ী জেলা প্রশাসক কাজের নিম্নমানের বিটুমিন ও অগোছালো ফিনিশিং দেখে কাজ বন্ধের নির্দেশ দেন। তবে প্রভাবশালী মহলের তদবিরে তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়। এছাড়া, উপজেলা এলজিইডি কর্মকর্তা ও উপ-সহকারী নাহিদ শিকদারের যোগসাজশে মূল সড়কের ১৩০০ মিটার অংশ বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ বাঁধের ৯০০ মিটার অংশে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে পাঁচটি গ্রামের প্রধান প্রবেশপথ অনুপযোগী হয়ে পড়েছে।
মর্তুজ মিয়া বলেন, প্রকল্পের নকশা পরিবর্তন করে সরকারি অর্থ লুটপাট করা হচ্ছে। হরিপাশা বাজারে রাস্তার প্রস্থ ১৬ ফুট থেকে কমিয়ে ১৪ ফুট ৬ ইঞ্চি করা হয়েছে, যা সরকারের লাখ লাখ টাকা ক্ষতির কারণ হচ্ছে।
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাওলানা ওলীউর রহমান সড়কের স্থায়ী টেকসই ব্যবহার নিশ্চিত করতে ৫ টনের বেশি লোডবাহী যান চলাচল বন্ধের আহবান জানান।
উপস্থিত বক্তারা সরকারি কর্মকর্তাদের জড়িত দুর্নীতি তদন্ত, নিম্নমানের কাজ প্রতিরোধ, বাদ পড়া মূল সড়ক পুনঃনির্মাণ এবং লোড সীমা বাস্তবায়নের আহ্বান জানান।
সভাপতি মতিউর রহমান মাতাব বলেন, সড়কের বেহাল দশা শুধু আর্থিক ক্ষতি নয়, মানুষের জীবনও ঝুঁকির মধ্যে ফেলে। তিনি আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
সালেহ আহমদ (স'লিপক) 


























