বিনোদন প্রতিবেদক | ঢাকা — প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় তিন সপ্তাহ পর বাড়ি ফিরেছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। গত ১৬ নভেম্বর (রোববার) সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তিনি ছাড়পত্র পান।
এরমধ্যেই সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠান উপলক্ষে সেনাকুঞ্জে যোগ দেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন হাসান মাসুদ।
তিনি জানান, বর্তমানে নিয়মিত অভিনয় করছেন না। এখন বিজ্ঞাপন, আড্ডা আর ঘোরাঘুরিতেই সময় কাটছে তার।
হাসান মাসুদ বলেন,
“আমি এখন ঘুরি-ফিরি, খাই-দাই আর বিজ্ঞাপনের কাজ করি। অভিনয় করি না।”
সাংবাদিকতা তার সবচেয়ে প্রিয় ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন,
“ছোটবেলা থেকেই বিবিসিতে কাজ করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই সাংবাদিকতার প্রতি ক্ষুধা আগের মতো নেই। তবে চেষ্টা করছি আবার সাংবাদিকতায় ফেরার।”
অভিনয়ে অনিয়মিত থাকার কারণ জানাতে গিয়ে তিনি বলেন,
“আমার নিজেরও একটা পছন্দ আছে। আমার আর এখন অভিনয় ভালো লাগে না।”
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হাসান মাসুদ বলেন,
“সম্প্রতি মাইন্ড স্ট্রোক থেকে সুস্থ হয়ে ফিরলাম। এখন আল্লাহ যা রাখবেন তাই করব। তবে ইচ্ছা আছে কোনো গণমাধ্যমের হেড অব নিউজ হওয়ার।”
অভিনয়ে আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছেন হাসান মাসুদ। তার আগেও বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন তিনি।
তার ভাষায়— “ডেইলি স্টারে কাজ করার সময়টা সবচেয়ে উপভোগ করেছি।”
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 



























