5:29 pm, Sunday, 23 November 2025

একটি আসন না পেলেও লক্ষ্য অটুট থাকবে: নাহিদ ইসলাম

 ঢাকা —  ক্ষমতা বা আসনের জন্য কোনো ধরনের সমঝোতায় যাবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একটি আসন না পেলেও দলের লক্ষ্য ও আদর্শ অটুট থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা হবে নীতিগত জায়গা থেকে। ক্ষমতা বা আসনের জন্য আমরা কোনো সমঝোতা করব না। আমরা একটি আসন না পেলেও জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য অটুট থাকবে।”

তিনি বলেন, “এবারও সাজানো ও সমঝোতার নির্বাচন করার প্রচেষ্টা চলছে। লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না। অর্থ ও পেশিশক্তির সংস্কৃতি বন্ধে সরকারের শক্ত অবস্থান থাকা উচিত ছিল।”

দুই দিনব্যাপী সাক্ষাৎকারের মাধ্যমে ১ হাজার ৪৮৪ জন আবেদনকারীর মধ্য থেকে সৎ ও যোগ্য প্রার্থী বাছাই করা হবে জানিয়ে তিনি বলেন, আজ থেকে শুরু হওয়া সাক্ষাৎকার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন,
“অপপ্রচারে কান দেবেন না। আমরা এককভাবেই ৩০০ আসনে লড়ব। তবে ভবিষ্যতে আমাদের আদর্শের সঙ্গে সামঞ্জস্য থাকলে কেউ যোগ দিলে আগেই জানানো হবে।”

অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন,
“অন্য দলগুলো একই মুখ নিয়ে চলছে। পাঁচ বছর আগে যাদের মনোনয়ন দিয়েছে, এবারও তাদেরই দিচ্ছে। আমরা নতুন, সৎ ও দক্ষ মানুষদের নিয়ে সামনে এগোতে চাই।”

মানুষের আস্থা নিয়েই এনসিপি এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, “সাধারণ মানুষের সমর্থনেই এনসিপি এতদূর এসেছে।”

সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একটি আসন না পেলেও লক্ষ্য অটুট থাকবে: নাহিদ ইসলাম

Update Time : 04:41:16 pm, Sunday, 23 November 2025

 ঢাকা —  ক্ষমতা বা আসনের জন্য কোনো ধরনের সমঝোতায় যাবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একটি আসন না পেলেও দলের লক্ষ্য ও আদর্শ অটুট থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা হবে নীতিগত জায়গা থেকে। ক্ষমতা বা আসনের জন্য আমরা কোনো সমঝোতা করব না। আমরা একটি আসন না পেলেও জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য অটুট থাকবে।”

তিনি বলেন, “এবারও সাজানো ও সমঝোতার নির্বাচন করার প্রচেষ্টা চলছে। লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না। অর্থ ও পেশিশক্তির সংস্কৃতি বন্ধে সরকারের শক্ত অবস্থান থাকা উচিত ছিল।”

দুই দিনব্যাপী সাক্ষাৎকারের মাধ্যমে ১ হাজার ৪৮৪ জন আবেদনকারীর মধ্য থেকে সৎ ও যোগ্য প্রার্থী বাছাই করা হবে জানিয়ে তিনি বলেন, আজ থেকে শুরু হওয়া সাক্ষাৎকার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন,
“অপপ্রচারে কান দেবেন না। আমরা এককভাবেই ৩০০ আসনে লড়ব। তবে ভবিষ্যতে আমাদের আদর্শের সঙ্গে সামঞ্জস্য থাকলে কেউ যোগ দিলে আগেই জানানো হবে।”

অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন,
“অন্য দলগুলো একই মুখ নিয়ে চলছে। পাঁচ বছর আগে যাদের মনোনয়ন দিয়েছে, এবারও তাদেরই দিচ্ছে। আমরা নতুন, সৎ ও দক্ষ মানুষদের নিয়ে সামনে এগোতে চাই।”

মানুষের আস্থা নিয়েই এনসিপি এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, “সাধারণ মানুষের সমর্থনেই এনসিপি এতদূর এসেছে।”

সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।