স্টাফ রিপোর্টার, খুলনা — জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে জনমত যাচাইয়ের বিষয়টি আগে গণভোটে আসা উচিত। ৫ দফা দাবি আদায়ে ইসলামী দলগুলোর আন্দোলন অব্যাহত থাকবে। বিভাগের শহরগুলোতে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নেয়া হচ্ছে।”
তিনি অভিযোগ করে বলেন, “প্রধান উপদেষ্টাকে মিসগাইড করা হচ্ছে। রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখনও স্বাভাবিক নয়। প্রশাসন একটি দলের নির্দেশনা মেনে চলছে।”
শনিবার (২২ নভেম্বর) দুপুরে খুলনার আটরা-গিলাতলা ইউনিয়নের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী ভোটার সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নারী ভোটার সমাবেশে পরওয়ার
ওয়ার্ড সভাপতি মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী ভোটার সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পরওয়ার।
মো. শাহাদাত হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।
এ ছাড়া বক্তব্য দেন—
থানা আমির ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, মো. ফরহাদ হোসেন প্রমুখ।
“তরুণরা হবে সরকারের রূপকার”— সন্ধ্যার সমাবেশে বক্তব্য
সন্ধ্যায় ফুলতলা সদর ইউনিয়নের ঢাকুরিয়া সরকারি স্কুল মাঠে আরেক ভোটার সমাবেশে গোলাম পরওয়ার বলেন,
“দেশের প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটার আগামী নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তরুণদের চাওয়া না বুঝলে কেউ রাজনীতিতে টিকতে পারবে না। তারা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছে, দেশকে নতুন পথে এনেছে।”
তিনি আরও বলেন,
“আমরা ন্যায় ও ইনসাফের কল্যাণরাষ্ট্র গড়তে চাই— যেখানে কারও চাঁদার কারণে জীবন দিতে হবে না, বেকারত্বে কেউ আত্মহত্যা করবে না। তাই দল-মত-ধর্ম নির্বিশেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।”
সভায় সভাপতিত্ব করেন ভোটকেন্দ্র পরিচালক মো. জুলহাস মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন—
সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা প্রমুখ।
অফিস উদ্বোধন
রাতে দামোদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতের অফিস উদ্বোধন করেন মিয়া গোলাম পরওয়ার।
পরে ৮ নম্বর ওয়ার্ডে ভোটার সমাবেশ ও ৯ নম্বর ওয়ার্ড ফকিরপাড়া ইউনিটের নির্বাচনী অফিসও উদ্বোধন করেন তিনি।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
Reporter Name 























