সালেহ আহমদ (স’লিপক): ডেস্টিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সিলেট বিভাগের উদ্যোগে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে পৃথক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের রংধনু সাতরং কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বশির আহমদ হাজারী।
প্রধান অতিথি ছিলেন ডিডাফ সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল সহ-সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন মিয়াজী, সিলেট বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম সারজুল, সাধারণ সম্পাদক ডা. হিমাচল দত্তসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য দেন সমীর চন্দ্র সরকার। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ডিডাফের মাধ্যমে সারাদেশে ৬ লাখ নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়েছি। এজন্য কর্মসংস্থান সূচনা ও আর্থিক নেটওয়ার্ক সম্প্রসারণ প্রয়োজন—এখানে আপনাদের সহযোগিতা অপরিহার্য।”
এর আগে শুক্রবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের গুহ রোড এলাকায় হোটেল হিলসাইড রেস্টহাউসে আঞ্চলিক মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ডা. রাধা কান্ত দাস।
এতে প্রধান অতিথি ছিলেন মো. কবির হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন মো. আক্তার হোসেন মিয়াজী, নুরুল ইসলাম সারজুল, ডা. হিমাচল দত্ত, বশির আহমদ হাজারী, আবদুল কাইয়ুমসহ জেলা–উপজেলা নেতারা।
সভায় বক্তারা নেটওয়ার্ক বিনিয়োগকারীদের পুনর্গঠন, উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আর্থিক পুনর্বাসন নিয়ে মতামত পেশ করেন। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করা হয়।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
সালেহ আহমদ (স'লিপক) 


























