12:44 pm, Sunday, 23 November 2025

ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা নিরসনে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ

সালেহ আহমদ (স’লিপক) — সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইদুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রমের বাস্তবায়নে উদ্ভূত সমস্যা নিরসনে এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করতে অধিদপ্তর কাজ করছে। তিনি আরও বলেন, সমাজসেবা বিভাগের কার্যক্রম কেবল দায়িত্ব নয়, বরং ইহকাল ও পরকালীন কল্যাণের জন্য অপরিহার্য। জনবল সঙ্কট নিরসনের জন্যও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বাগবাড়ীস্থ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের আয়োজিত ‘ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রেজা-উন-নবী, সঞ্চালনা করেন সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকার উপ-পরিচালক ফরিদ আহমদ মোল্লা, সিলেট ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালকবৃন্দ, সহকারী পরিচালকরা, উপজেলা সমাজসেবা অফিসারগণ এবং শিশু পরিবার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সেমিনারে আলোচকরা ক্ষুদ্র ঋণ প্রদান, আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জনবল সমস্যার সমাধান ও স্থানীয় সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন কার্যকরী প্রস্তাব তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা নিরসনে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগ

Update Time : 09:00:20 pm, Saturday, 22 November 2025

সালেহ আহমদ (স’লিপক) — সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইদুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রমের বাস্তবায়নে উদ্ভূত সমস্যা নিরসনে এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করতে অধিদপ্তর কাজ করছে। তিনি আরও বলেন, সমাজসেবা বিভাগের কার্যক্রম কেবল দায়িত্ব নয়, বরং ইহকাল ও পরকালীন কল্যাণের জন্য অপরিহার্য। জনবল সঙ্কট নিরসনের জন্যও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বাগবাড়ীস্থ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের আয়োজিত ‘ক্ষুদ্র ঋণ ও আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রেজা-উন-নবী, সঞ্চালনা করেন সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকার উপ-পরিচালক ফরিদ আহমদ মোল্লা, সিলেট ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালকবৃন্দ, সহকারী পরিচালকরা, উপজেলা সমাজসেবা অফিসারগণ এবং শিশু পরিবার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সেমিনারে আলোচকরা ক্ষুদ্র ঋণ প্রদান, আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জনবল সমস্যার সমাধান ও স্থানীয় সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন কার্যকরী প্রস্তাব তুলে ধরেন।