12:59 pm, Sunday, 23 November 2025

পরকীয়া অভিযোগে উত্তেজনা: রিকশাচালক গ্রামছাড়া, চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা

কুমিল্লা | ২১ নভেম্বর ২০২৫ — কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এক রিকশাচালকের স্ত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ সামাজিক উত্তেজনায় রূপ নিয়েছে। রিকশাচালক ইসমাইল অভিযোগ করেছেন, তার স্ত্রীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের এক যুগেরও বেশি সময় ধরে অবৈধ সম্পর্ক রয়েছে। বিষয়টি বহুবার স্থানীয় সালিশে তুলেও কোনো বিচার না পাওয়ায় তিনি ক্রমে অসহায় হয়ে পড়েন।

ইসমাইলের ভাষ্য, স্ত্রীকে ঘরে ফেরানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষোভে তিন বছর আগে তিনি জাহাঙ্গীরকে মারধর করলে উল্টো তাকে গ্রামছাড়া করা হয়। ওই মামলায় পরে তিনি বেকসুর খালাস পেলেও এখনো জাহাঙ্গীর সওদাগর ও তার পরিবারের হুমকি ও হামলার শিকার হচ্ছেন বলে দাবি করেন।

জানাজায় হামলার অভিযোগ

সম্প্রতি গ্রামের এক জানাজায় অংশ নিতে গেলে বাঙ্গরা বাজারের একটি চা–স্টলে তিন যুবক তার গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন ইসমাইল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে জানান।

চেয়ারম্যানকে কেন্দ্র করে উত্তেজনা

ইসমাইলের ছোট ভাই কামালের অভিযোগ—ঘটনার পর চেয়ারম্যান জাহাঙ্গীর সওদাগরের দুই ছেলে ওমর ফারুক ও রিফাতকে জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে বিশৃঙ্খলার মধ্যে চেয়ারম্যান রিফাতকে চড় মারেন বলে দাবি উঠে। এতে রিফাত আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা রেকর্ড করা হয়।

হামলার ঘটনার মামলা গ্রহণে অনীহা দেখানোর অভিযোগ রয়েছে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমানের বিরুদ্ধেও।

স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর সওদাগর ও তার ভাই জামাল সওদাগর চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন। রাজনৈতিক পরিচিতি ব্যবহার করে তারা এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন।

ধর্মীয় দৃষ্টিকোণ: মিশকাতুল কোরআন মাদ্রাসার মোহতামিমের মন্তব্য

ঘটনা প্রসঙ্গে মিশকাতুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা সাদ আহমদ আমিন বর্ণভী বলেন,
“পরকীয়া ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ। কোরআনে আল্লাহ তাআলা বলেন—‘ব্যভিচারের নিকটেও যেয়ো না; নিশ্চয়ই এটি অশ্লীল ও মন্দ পথ।’ (সুরা ইসরাঃ ৩২)। হাদিসে নবী করিম (সা.) পরিবার ভাঙন, সামাজিক অশান্তি ও রক্তপাতের অন্যতম কারণ হিসেবে পরকীয়াকে চিহ্নিত করেছেন। তাই এমন ঘটনার বিচার-বিবেচনায় উত্তেজনা নয়, ন্যায়পরায়ণতা, সত্যনিষ্ঠা ও শান্তি বজায় রাখা সর্বোচ্চ প্রয়োজন।”

তিনি আরও বলেন,
“পরিবারে বিবাদ দেখা দিলে সালিশ ও সামাজিক নেতৃত্বের ভূমিকা হওয়া উচিত নির্মোহ, পক্ষপাতহীন ও ইসলামের ন্যায়বিচারের নীতির অনুসরণে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

পরকীয়া অভিযোগে উত্তেজনা: রিকশাচালক গ্রামছাড়া, চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা

Update Time : 06:03:12 pm, Friday, 21 November 2025

কুমিল্লা | ২১ নভেম্বর ২০২৫ — কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এক রিকশাচালকের স্ত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ সামাজিক উত্তেজনায় রূপ নিয়েছে। রিকশাচালক ইসমাইল অভিযোগ করেছেন, তার স্ত্রীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের এক যুগেরও বেশি সময় ধরে অবৈধ সম্পর্ক রয়েছে। বিষয়টি বহুবার স্থানীয় সালিশে তুলেও কোনো বিচার না পাওয়ায় তিনি ক্রমে অসহায় হয়ে পড়েন।

ইসমাইলের ভাষ্য, স্ত্রীকে ঘরে ফেরানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষোভে তিন বছর আগে তিনি জাহাঙ্গীরকে মারধর করলে উল্টো তাকে গ্রামছাড়া করা হয়। ওই মামলায় পরে তিনি বেকসুর খালাস পেলেও এখনো জাহাঙ্গীর সওদাগর ও তার পরিবারের হুমকি ও হামলার শিকার হচ্ছেন বলে দাবি করেন।

জানাজায় হামলার অভিযোগ

সম্প্রতি গ্রামের এক জানাজায় অংশ নিতে গেলে বাঙ্গরা বাজারের একটি চা–স্টলে তিন যুবক তার গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন ইসমাইল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে জানান।

চেয়ারম্যানকে কেন্দ্র করে উত্তেজনা

ইসমাইলের ছোট ভাই কামালের অভিযোগ—ঘটনার পর চেয়ারম্যান জাহাঙ্গীর সওদাগরের দুই ছেলে ওমর ফারুক ও রিফাতকে জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে বিশৃঙ্খলার মধ্যে চেয়ারম্যান রিফাতকে চড় মারেন বলে দাবি উঠে। এতে রিফাত আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা রেকর্ড করা হয়।

হামলার ঘটনার মামলা গ্রহণে অনীহা দেখানোর অভিযোগ রয়েছে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমানের বিরুদ্ধেও।

স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর সওদাগর ও তার ভাই জামাল সওদাগর চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন। রাজনৈতিক পরিচিতি ব্যবহার করে তারা এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন।

ধর্মীয় দৃষ্টিকোণ: মিশকাতুল কোরআন মাদ্রাসার মোহতামিমের মন্তব্য

ঘটনা প্রসঙ্গে মিশকাতুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা সাদ আহমদ আমিন বর্ণভী বলেন,
“পরকীয়া ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ। কোরআনে আল্লাহ তাআলা বলেন—‘ব্যভিচারের নিকটেও যেয়ো না; নিশ্চয়ই এটি অশ্লীল ও মন্দ পথ।’ (সুরা ইসরাঃ ৩২)। হাদিসে নবী করিম (সা.) পরিবার ভাঙন, সামাজিক অশান্তি ও রক্তপাতের অন্যতম কারণ হিসেবে পরকীয়াকে চিহ্নিত করেছেন। তাই এমন ঘটনার বিচার-বিবেচনায় উত্তেজনা নয়, ন্যায়পরায়ণতা, সত্যনিষ্ঠা ও শান্তি বজায় রাখা সর্বোচ্চ প্রয়োজন।”

তিনি আরও বলেন,
“পরিবারে বিবাদ দেখা দিলে সালিশ ও সামাজিক নেতৃত্বের ভূমিকা হওয়া উচিত নির্মোহ, পক্ষপাতহীন ও ইসলামের ন্যায়বিচারের নীতির অনুসরণে।”