জাকির হোসেন হাওলাদার | দুমকি (পটুয়াখালী) | ২১ নভেম্বর ২০২৫ — পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ২টা ৪৫ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানটি পবিপ্রবি রিসার্চ সোসাইটি ও পবিপ্রবি ডিবেট ক্লাবের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়।
অনুষদের একাডেমিক ভবন–১–এর সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. আলী আজগর, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. মোস্তফা আনোয়ার, প্রফেসর ড. মিল্টন তালুকদার, প্রফেসর ড. দিব্যেন্দু বিশ্বাস, প্রফেসর ড. মোহাম্মদ লালমদ্দিন মোল্লা ও প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমানসহ অনুষদের অন্যান্য শিক্ষক। এছাড়া উপস্থিত ছিলেন পবিপ্রবি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা জয় ভাংগিসহ সাধারণ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে। সচেতনতা বৃদ্ধি ছাড়া ভবিষ্যতে এ সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ কারণে শিক্ষার্থীদের গবেষণামূলক কাজ, জনসচেতনতামূলক প্রচারণা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ উপলক্ষে সপ্তাহব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক পোস্টার প্রকাশ, সায়েন্টিফিক প্রেজেন্টেশন প্রতিযোগিতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং বিদ্যালয় পর্যায়ে সচেতনতা কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ভবিষ্যতেও এমন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
জাকির হোসেন হাওলাদার 



























