এম ইদ্রিস আলী | মৌলভীবাজার | ২০ নভেম্বর ২০২৫ — নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মাঝেই এক মানবিক দৃশ্য নজর কেড়েছে মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমানের। রাজনগরের মুনসিবাজারে খুঁড়িয়ে হাঁটা এক দরিদ্র ও মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির প্রতি তিনি সহায়তার হাত বাড়িয়ে দেন।
আযানের ধ্বনিতে থেমে যাওয়া ভিড়
দুই দিন আগে বিকেলের শেষ প্রহরে প্রচারণার সময় হঠাৎ বাজারজুড়ে মাগরিবের আযান ভেসে আসে। সবাই দ্রুত মসজিদের দিকে এগোতে থাকলেও নাসের রহমানের দৃষ্টি আটকে যায় একজন মানুষের দিকে—যিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও জামাতে পৌঁছাতে চেষ্টা করছিলেন।
নাসের রহমান কিছুক্ষণ তাকে দেখেন এবং পরে পাশে বসেই নামাজ আদায় করেন।
নামাজ শেষে বাস্তবতার গল্প
নামাজ শেষে তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন। স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতারা জানান, ব্যক্তি অত্যন্ত দরিদ্র ও মানসিকভাবে প্রতিবন্ধী। প্রতিদিন ট্রাক থেকে মালামাল নামানোর শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে পাঁচ ওয়াক্ত নামাজ কখনও বাদ দেন না।
লাজুক ও সংকোচভরা ভঙ্গিতে তিনি নিজের অভাবের কথা বলতে চাইছিলেন না। পরে নাসের রহমান তার খোঁজ-খবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
সহায়তা পাওয়ার পর সেই ব্যক্তি সালাম জানিয়ে ধীরে ধীরে বাজারের ভিড়ে ফিরে যান—যেভাবে এসেছিলেন, খুঁড়িয়ে হলেও দৃঢ়ভাবে।
“মানুষটির ঈমান আমাকে নাড়া দিয়েছে”
ঘটনা সম্পর্কে এম নাসের রহমান বলেন,
“প্রচারণার বাইরে গিয়ে মানুষের বাস্তব জীবন আমাকে স্পর্শ করেছে। সীমাবদ্ধতা সত্ত্বেও তার ঈমান ধরে রাখা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে।”
তিনি আরও বলেন,
“গ্রামে এমন অসংখ্য মানুষ আছেন, যাদের জীবনের সংগ্রাম কখনো সামনে আসে না। তাদের গল্প আমাদের মানবিকতার আয়না।”
নীরব সংগ্রামের মানবিক বার্তা
প্রচারণায় প্রতিদিন বহু মানুষের সঙ্গে দেখা হয়, কিন্তু মুনসিবাজারের সেই খুঁড়িয়ে হাঁটা মানুষের নিরহংকার জীবন ও ধর্মীয় দৃঢ়তা আলাদা একটি মানবিক দৃষ্টান্ত হয়ে ওঠে।
রাজনৈতিক পরিবেশ যতই জটিল হোক, এমন ছোট ছোট মানবিক মুহূর্ত মনে করিয়ে দেয়—মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনৈতিক দায়িত্ব।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এম ইদ্রিস আলী, মৌলভীবাজার 























