1:19 pm, Sunday, 23 November 2025

লালমনিরহাটে শিক্ষার্থীদের বিতর্কে উঠে এলো বাল্যবিয়ের ভয়াবহ পরিণতি

  • Reporter Name
  • Update Time : 09:06:38 am, Thursday, 20 November 2025
  • 42 Time View

কল্লোল আহমেদ | লালমনিরহাট | ২০ নভেম্বর ২০২৫ — লালমনিরহাটে বাল্যবিবাহ ও এর পরিণতি নিয়ে গণমাধ্যমে প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় ‘জননী প্রকল্প’-এর আয়োজনে এ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাল্যবিয়ের বহুমুখী ক্ষতিকর দিক তুলে ধরে। বক্তারা বলেন, লালমনিরহাটের মতো দরিদ্রপ্রবণ জেলার গ্রামীণ সমাজে বাল্যবিবাহের প্রভাব অত্যন্ত মারাত্মক। এর ফলে পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সক্ষমতা—সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনে।

আয়োজকরা জানান, জনসচেতনতা বাড়াতে ‘কইকা’র অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করছে। তাদের মতে, বাল্যবিবাহের ক্ষতি ও নিষিদ্ধকরণের গুরুত্ব তুলে ধরা, বয়ঃসন্ধিকালে গর্ভধারণের ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া, নারীর ক্ষমতায়ন ও স্ব-এডভোকেসির প্রয়োজনীয়তা বোঝানো এবং আইনি দিক সম্পর্কে জনগণকে সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিজয় চন্দ্র মোহন্ত, মোগলহাট ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, আরডিআরএস-এর গভর্নমেন্ট রিলেশন অফিসার জুলফিকার আলী, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার রোকনুজ্জামান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ইমাম-পুরোহিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

লালমনিরহাটে শিক্ষার্থীদের বিতর্কে উঠে এলো বাল্যবিয়ের ভয়াবহ পরিণতি

Update Time : 09:06:38 am, Thursday, 20 November 2025

কল্লোল আহমেদ | লালমনিরহাট | ২০ নভেম্বর ২০২৫ — লালমনিরহাটে বাল্যবিবাহ ও এর পরিণতি নিয়ে গণমাধ্যমে প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় ‘জননী প্রকল্প’-এর আয়োজনে এ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাল্যবিয়ের বহুমুখী ক্ষতিকর দিক তুলে ধরে। বক্তারা বলেন, লালমনিরহাটের মতো দরিদ্রপ্রবণ জেলার গ্রামীণ সমাজে বাল্যবিবাহের প্রভাব অত্যন্ত মারাত্মক। এর ফলে পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সক্ষমতা—সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনে।

আয়োজকরা জানান, জনসচেতনতা বাড়াতে ‘কইকা’র অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করছে। তাদের মতে, বাল্যবিবাহের ক্ষতি ও নিষিদ্ধকরণের গুরুত্ব তুলে ধরা, বয়ঃসন্ধিকালে গর্ভধারণের ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া, নারীর ক্ষমতায়ন ও স্ব-এডভোকেসির প্রয়োজনীয়তা বোঝানো এবং আইনি দিক সম্পর্কে জনগণকে সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিজয় চন্দ্র মোহন্ত, মোগলহাট ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, আরডিআরএস-এর গভর্নমেন্ট রিলেশন অফিসার জুলফিকার আলী, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার রোকনুজ্জামান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ইমাম-পুরোহিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।