সালেহ আন্তর্জাতিক ডেষ্ক | ১৯ নভেম্বর ২০২৫ — যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও ব্যাপকভাবে বাড়াচ্ছে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে সৌদির বর্তমান ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলার—অর্থাৎ ১ লাখ কোটি ডলারে উন্নীত করা হবে।
বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের এমবিএস বলেন,
“আমার মনে হয় আজ বা আগামীকাল আমরা ঘোষণা করতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগ বাড়িয়ে আমরা প্রায় ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাচ্ছি।”
তিনি জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে বিভিন্ন খাতে দুই দেশ এমন সব বড় চুক্তি স্বাক্ষর করবে, যা “উল্লেখযোগ্য বিনিয়োগ সুযোগ তৈরি করবে।”
এ সময় কিছুটা বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন,
“মানে আপনি বলছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?”
জবাবে ক্রাউন প্রিন্স বলেন,
“নিশ্চিতভাবেই। কারণ আজ যে চুক্তিগুলো হচ্ছে, সেগুলোই এ বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।”
ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন—এ জন্য ধন্যবাদ। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই সংখ্যাটি ১ ট্রিলিয়নেও যেতে পারে; তবে আমাকে একটু কাজ করতে হবে।”
তিনি আরও যোগ করেন,
“৬০০ বিলিয়ন নিশ্চিতভাবেই ধরা যায়, তবে এটি আরও কিছুটা বাড়তেও পারে।”
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এই বৈঠককে
“সৌদি–যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন” বলে উল্লেখ করেছেন।
তিনি জানান, বৈঠকে দুই দেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন করেছে—যা সৌদি ও মার্কিন নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক–বৈশ্বিক নিরাপত্তায় যৌথ প্রতিশ্রুতি আরও শক্তিশালী করবে।
তবে এসব চুক্তির বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
Reporter Name 




























