সালেহ আহমদ (স’লিপক), মৌলভীবাজার | ১৭ নভেম্বর ২০২৫ — মেহনতি মানুষের মুক্তির দিশারী মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যু দিবস উপলক্ষে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে তমদ্দুন মজলিস–মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার।
বক্তাদের বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করীম ময়ূন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
- অধ্যক্ষ মামুনুর রশিদ
- অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসিন
- মৌলভীবাজার ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. এম. এ. আহাদ
- অধ্যাপক শাহ আব্দুল ওদুদ
- পিএফজি অ্যাম্বাসেডর এম. এ. রহিম নোমানী
- অধ্যাপক আসআদ উল্লাহ
- জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ইনাম উল্লা খান
- চ্যানেল–এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী
- প্রবীণ সাংবাদিক সৈয়দ রুহুল আমিন
- শিক্ষাবিদ মুর্শেদ মুন্না
- হাওর রক্ষা আন্দোলনের সদস্য–সচিব খছরু চৌধুরী
- আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবুল উদ্দিন খান
- সিরাজুল ইসলাম সিদ্দিকী
বক্তারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তাঁর রাজনৈতিক দর্শন, সাম্যবাদের চেতনা এবং কৃষক–শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক।
সভা শেষে ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
সালেহ আহমদ (স'লিপক) 


























