মৌলভীবাজার | ১৬ নভেম্বর ২০২৫ — আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের পাশাপাশি জেলার সাতটি ইউনিটের নির্বাচিত পাঁচজন করে প্রতিনিধি এবং পাঁচটি ইউনিটের আহ্বায়ক কমিটির ‘সুপার ফাইভ’ সদস্য এতে অংশ নেবেন। সভার স্থান: শহরের বেঙ্গল কনভেনশন হল।
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্টদের সময়মতো উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, সভায় মৌলভীবাজার জেলার চারটি আসনের নির্বাচনী প্রস্তুতি, বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অগ্রগতি এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সভা সংক্রান্ত নোটিশটি পাঠানো হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের কাছে।
জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিক শক্তি সুসংহত করতেই এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদনায় : এস এম মেহেদী হাসান, E-mail: rupantorsongbad@gmail.com
Reporter Name 
























