ঢাকা । ১৬ নভেম্বর ২০২৫— রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনা স্থলে পুলিশ পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি নিম্নশক্তির ককটেল বিস্ফোরণ। তবে ঘটনাটি নাশকতা নাকি বিচ্ছিন্ন কোনো কর্মকাণ্ড—তা তদন্তের আগে নিশ্চিত নয়। বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ ঘটনায় আশপাশের দোকানপাট ও পথচারীদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে মেট্রো স্টেশনের নিচের সড়কাংশে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শুরু করেছে।
** সম্পাদনায় : এস এম মেহেদী হাসান , E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 



























