মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ জামে মসজিদের সভাপতি মুসফিকুল হক তরফদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অদ্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি দক্ষিণ কলিমাবাদস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। কয়েকদিন আগে শরীরে ক্যান্সার ধরা পড়েছিল।
মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে ময়নুল হক তরফদার মৌলভীবাজার সাব-রেজিস্ট্রার অফিসের লাইসেন্সপ্রাপ্ত ডিড রাইটার। দ্বিতীয় ছেলে জয়নুল হক তরফদার স্থানীয়দের কাছে একজন আমানতদার ব্যবসায়ী হিসেবে পরিচিত। তৃতীয় ছেলে আমিনুল হক তরফদারও একজন ডিড রাইটার এবং ছোট ছেলে লেখাপড়া করছে। দুই মেয়ে বিবাহিত, তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।
মুসফিকুল হক তরফদার ছিলেন মৌলভীবাজার জেলা জামে মসজিদ এর ব্যবস্থাপনা কমিটির সদস্য। সারাক্ষণ মসজিদের খেদমতে লিপ্ত ছিলেন এবং মসজিদের উন্নয়ন কর্মকাণ্ডে জীবনের শেষ সময় ব্যয় করেছেন। মসজিদের অফিসে বসে থাকাই ছিল তার নিত্য কাজ। অনেকেই বলতেন, তিনি মসজিদের দপ্তর সম্পাদক। প্রকৃতপক্ষে তিনি একজন মানবতাবাদী ব্যক্তি ও সুখি মানুষ ছিলেন।
সাংবাদিক এস এম মেহেদী হাসান বলেন, “মুসফিকুল হক তরফদার আমাদের এলাকার একজন মানবতাবাদী অভিভাবক। তাঁর মৃত্যুতে আমাদের এলাকার অনেক ক্ষতি হলো। শিশুদের কাছে তিনি ছিলেন একজন প্রিয় মানুষ। আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।”
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন— মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার আহমদ লেছু, দক্ষিণ কলিমাবাদ জামে মসজিদের সেক্রেটারী সোহেল সামাদ খান, জেলা জাসদের সভাপতি আব্দুল হক, উত্তর কলিমাবাদ জামে মসজিদের সেক্রেটারী আবিদুর রহমান চৌধুরী, জেলা ও দায়রা জজ আদালত মৌলভীবাজারের পাবলিক প্রসিউকিউটর ড. আব্দুল মতিন চৌধুরী, দক্ষিণ কলিমাবাদ নিবাসী দেলোয়ার হোসেন চৌধুরী, মৌলভীবাজার চেম্বার এন্ড কর্মাস নির্বাচনে হাসান আহমদ জাবেদ প্যানেলের হাসান আহমদ জাবেদ প্রমুখ।
শুক্রবার বাদ জুম্মা প্রথম জানাজার নামাজ মৌলভীবাজার জেলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ নিজ বাড়ি, বালিকান্দি গ্রামে, বাদ আছর অনুষ্ঠিত হবে।
সম্পাদনায়: সালেহ আহমদ (স’লিপক)
Reporter Name 

























