12:59 pm, Sunday, 23 November 2025

সূরা আল-মুনাফিকুন: মুনাফিকদের চেহারা ও পরিণতি

  • Reporter Name
  • Update Time : 06:50:27 am, Friday, 7 November 2025
  • 50 Time View

সূরা আল-মুনাফিকুন: মুনাফিকদের চেহারা ও পরিণতি

সূরা নম্বর: ৬৩
নাম: আল-মুনাফিকুন (কপটচারীরা বা মুনাফিকরা)
আয়াত সংখ্যা: ১১
নাজিলের স্থান: মদীনা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক।
আমি মরিয়ম ত্যায়িবা, স্বাগতম আপনাদের ইসলামি ফিচার চ্যানেল Noor Connect-এ।

আজ আমরা আলোচনা করব কোরআনের ৬৩ নম্বর সূরা — সূরা আল-মুনাফিকুন নিয়ে।
এই সূরাটি মদীনায় নাজিল হয়, যখন মুসলমানদের মধ্যে কিছু লোক বাহ্যিকভাবে ঈমানদার পরিচয় দিলেও অন্তরে ছিল কপটতা।
আল্লাহ তায়ালা এই সূরায় মুনাফিকদের চেহারা উন্মোচন করেছেন এবং তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

📖 সূরা আল-মুনাফিকুন (আরবি ও বাংলা অনুবাদসহ)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


আয়াত ১:

إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ ۗ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ ۗ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
বাংলা অনুবাদ:
যখন মুনাফিকরা তোমার কাছে আসে, তারা বলে, “আমরা সাক্ষ্য দিই যে, আপনি অবশ্যই আল্লাহর রাসূল।”
আল্লাহ জানেন যে আপনি তাঁর রাসূল,
কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।


আয়াত ২:

اتَّخَذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ ۚ إِنَّهُمْ سَاءَ مَا كَانُوا يَعْمَلُونَ
বাংলা অনুবাদ:
তারা তাদের শপথকে ঢাল বানিয়েছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে।
তারা যা করে, তা অত্যন্ত নিকৃষ্ট।


আয়াত ৩:

ذَٰلِكَ بِأَنَّهُمْ آمَنُوا ثُمَّ كَفَرُوا فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ
বাংলা অনুবাদ:
এর কারণ হলো — তারা প্রথমে ঈমান এনেছিল, তারপর অবিশ্বাস করেছিল।
ফলে তাদের হৃদয়ে সীল মেরে দেওয়া হয়েছে, তাই তারা কিছুই বুঝতে পারে না।


আয়াত ৪:

وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ…
বাংলা অনুবাদ:
তুমি যখন তাদের দেখ, তাদের দেহভঙ্গি তোমাকে মুগ্ধ করবে,
আর তারা কথা বললে তুমি তাদের কথা শুনতে বাধ্য হবে।
তারা যেন দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা কাঠখণ্ডের মতো।
তারা মনে করে, প্রতিটি আওয়াজ তাদের বিরুদ্ধে।
তারা শত্রু — সুতরাং তাদের থেকে সতর্ক থাকো।
আল্লাহ তাদের ধ্বংস করুন! তারা কত বিভ্রান্ত!


আয়াত ৫:

وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ…
বাংলা অনুবাদ:
যখন তাদের বলা হয়, “এসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন,”
তারা মাথা নেড়ে মুখ ফিরিয়ে নেয়, আর তুমি দেখবে তারা অহংকারে মুখ ফিরিয়ে নিচ্ছে।


আয়াত ৬:

سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ…
বাংলা অনুবাদ:
তুমি তাদের জন্য ক্ষমা চাও বা না চাও, তা সমান।
আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন না।
আল্লাহ এমন এক জাতিকে সঠিক পথে পরিচালিত করেন না যারা অবাধ্য।


আয়াত ৭:

هُمُ الَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُوا عَلَىٰ مَنْ عِندَ رَسُولِ اللَّهِ…
বাংলা অনুবাদ:
তারা বলে, “আল্লাহর রাসূলের সঙ্গে যারা আছে, তাদের জন্য কিছু ব্যয় করো না,
তাহলে তারা ছত্রভঙ্গ হয়ে যাবে।”
আল্লাহরই কাছে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর ভাণ্ডার,
কিন্তু মুনাফিকরা তা বোঝে না।


আয়াত ৮:

يَقُولُونَ لَئِن رَّجَعْنَا إِلَى الْمَدِينَةِ…
বাংলা অনুবাদ:
তারা বলে, “যদি আমরা মদীনায় ফিরে যাই,
তাহলে সম্মানিত ব্যক্তি অবশ্যই অপদস্থদের বের করে দেবে।”
কিন্তু সম্মান তো আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনদের জন্য।
তবে মুনাফিকরা তা জানে না।


আয়াত ৯:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ…
বাংলা অনুবাদ:
হে মুমিনগণ! তোমাদের ধনসম্পদ ও সন্তানরা যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে।
যে এমন করে, সে তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।


আয়াত ১০:

وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ…
বাংলা অনুবাদ:
তোমাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে, তা থেকে ব্যয় করো
এর আগে যে মৃত্যু তোমাদের কারও কাছে এসে উপস্থিত হয়,
আর সে বলে, “হে আমার প্রভু! আপনি আমাকে সামান্য সময় দিলে, আমি দান করতাম এবং সৎদের অন্তর্ভুক্ত হতাম।”


আয়াত ১১:

وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
বাংলা অনুবাদ:
আর যখন কারও নির্ধারিত সময় এসে যায়, আল্লাহ এক মুহূর্তও তা পিছিয়ে দেন না।
আর তোমরা যা কর, আল্লাহ তা ভালোভাবেই জানেন।


🌙 সূরার মূল শিক্ষা:

  1. মুনাফিকরা বাহ্যিকভাবে ঈমানদার, কিন্তু অন্তরে অবিশ্বাসী।
  2. তাদের আসল লক্ষ্য মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো।
  3. ধন-সম্পদ ও সন্তান যেন কাউকে আল্লাহর স্মরণ থেকে বিরত না করে।
  4. মৃত্যুর আগে দান-সদকা ও সৎকাজে অংশ নেওয়াই প্রকৃত জ্ঞানীর কাজ।
  5. আল্লাহর সামনে সব কিছুই প্রকাশিত হবে — তখন আর সময় বাড়ানো যাবে না।

🎬 উপস্থাপনার শেষ:

প্রিয় দর্শক,
সূরা আল-মুনাফিকুন আমাদের শিক্ষা দেয়—
কপটতা বা দ্বিমুখিতা হলো ঈমানের শত্রু।
মুমিনের উচিত তার অন্তরকে পরিশুদ্ধ রাখা এবং সত্যবাদিতার পথে থাকা।

আল্লাহ হাফেজ। 🌿

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

সূরা আল-মুনাফিকুন: মুনাফিকদের চেহারা ও পরিণতি

Update Time : 06:50:27 am, Friday, 7 November 2025

সূরা নম্বর: ৬৩
নাম: আল-মুনাফিকুন (কপটচারীরা বা মুনাফিকরা)
আয়াত সংখ্যা: ১১
নাজিলের স্থান: মদীনা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক।
আমি মরিয়ম ত্যায়িবা, স্বাগতম আপনাদের ইসলামি ফিচার চ্যানেল Noor Connect-এ।

আজ আমরা আলোচনা করব কোরআনের ৬৩ নম্বর সূরা — সূরা আল-মুনাফিকুন নিয়ে।
এই সূরাটি মদীনায় নাজিল হয়, যখন মুসলমানদের মধ্যে কিছু লোক বাহ্যিকভাবে ঈমানদার পরিচয় দিলেও অন্তরে ছিল কপটতা।
আল্লাহ তায়ালা এই সূরায় মুনাফিকদের চেহারা উন্মোচন করেছেন এবং তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।

📖 সূরা আল-মুনাফিকুন (আরবি ও বাংলা অনুবাদসহ)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


আয়াত ১:

إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ ۗ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ ۗ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
বাংলা অনুবাদ:
যখন মুনাফিকরা তোমার কাছে আসে, তারা বলে, “আমরা সাক্ষ্য দিই যে, আপনি অবশ্যই আল্লাহর রাসূল।”
আল্লাহ জানেন যে আপনি তাঁর রাসূল,
কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।


আয়াত ২:

اتَّخَذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ ۚ إِنَّهُمْ سَاءَ مَا كَانُوا يَعْمَلُونَ
বাংলা অনুবাদ:
তারা তাদের শপথকে ঢাল বানিয়েছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে।
তারা যা করে, তা অত্যন্ত নিকৃষ্ট।


আয়াত ৩:

ذَٰلِكَ بِأَنَّهُمْ آمَنُوا ثُمَّ كَفَرُوا فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُونَ
বাংলা অনুবাদ:
এর কারণ হলো — তারা প্রথমে ঈমান এনেছিল, তারপর অবিশ্বাস করেছিল।
ফলে তাদের হৃদয়ে সীল মেরে দেওয়া হয়েছে, তাই তারা কিছুই বুঝতে পারে না।


আয়াত ৪:

وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ ۖ وَإِن يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ…
বাংলা অনুবাদ:
তুমি যখন তাদের দেখ, তাদের দেহভঙ্গি তোমাকে মুগ্ধ করবে,
আর তারা কথা বললে তুমি তাদের কথা শুনতে বাধ্য হবে।
তারা যেন দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা কাঠখণ্ডের মতো।
তারা মনে করে, প্রতিটি আওয়াজ তাদের বিরুদ্ধে।
তারা শত্রু — সুতরাং তাদের থেকে সতর্ক থাকো।
আল্লাহ তাদের ধ্বংস করুন! তারা কত বিভ্রান্ত!


আয়াত ৫:

وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ…
বাংলা অনুবাদ:
যখন তাদের বলা হয়, “এসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন,”
তারা মাথা নেড়ে মুখ ফিরিয়ে নেয়, আর তুমি দেখবে তারা অহংকারে মুখ ফিরিয়ে নিচ্ছে।


আয়াত ৬:

سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ…
বাংলা অনুবাদ:
তুমি তাদের জন্য ক্ষমা চাও বা না চাও, তা সমান।
আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন না।
আল্লাহ এমন এক জাতিকে সঠিক পথে পরিচালিত করেন না যারা অবাধ্য।


আয়াত ৭:

هُمُ الَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُوا عَلَىٰ مَنْ عِندَ رَسُولِ اللَّهِ…
বাংলা অনুবাদ:
তারা বলে, “আল্লাহর রাসূলের সঙ্গে যারা আছে, তাদের জন্য কিছু ব্যয় করো না,
তাহলে তারা ছত্রভঙ্গ হয়ে যাবে।”
আল্লাহরই কাছে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর ভাণ্ডার,
কিন্তু মুনাফিকরা তা বোঝে না।


আয়াত ৮:

يَقُولُونَ لَئِن رَّجَعْنَا إِلَى الْمَدِينَةِ…
বাংলা অনুবাদ:
তারা বলে, “যদি আমরা মদীনায় ফিরে যাই,
তাহলে সম্মানিত ব্যক্তি অবশ্যই অপদস্থদের বের করে দেবে।”
কিন্তু সম্মান তো আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনদের জন্য।
তবে মুনাফিকরা তা জানে না।


আয়াত ৯:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ…
বাংলা অনুবাদ:
হে মুমিনগণ! তোমাদের ধনসম্পদ ও সন্তানরা যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে।
যে এমন করে, সে তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।


আয়াত ১০:

وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ…
বাংলা অনুবাদ:
তোমাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে, তা থেকে ব্যয় করো
এর আগে যে মৃত্যু তোমাদের কারও কাছে এসে উপস্থিত হয়,
আর সে বলে, “হে আমার প্রভু! আপনি আমাকে সামান্য সময় দিলে, আমি দান করতাম এবং সৎদের অন্তর্ভুক্ত হতাম।”


আয়াত ১১:

وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
বাংলা অনুবাদ:
আর যখন কারও নির্ধারিত সময় এসে যায়, আল্লাহ এক মুহূর্তও তা পিছিয়ে দেন না।
আর তোমরা যা কর, আল্লাহ তা ভালোভাবেই জানেন।


🌙 সূরার মূল শিক্ষা:

  1. মুনাফিকরা বাহ্যিকভাবে ঈমানদার, কিন্তু অন্তরে অবিশ্বাসী।
  2. তাদের আসল লক্ষ্য মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো।
  3. ধন-সম্পদ ও সন্তান যেন কাউকে আল্লাহর স্মরণ থেকে বিরত না করে।
  4. মৃত্যুর আগে দান-সদকা ও সৎকাজে অংশ নেওয়াই প্রকৃত জ্ঞানীর কাজ।
  5. আল্লাহর সামনে সব কিছুই প্রকাশিত হবে — তখন আর সময় বাড়ানো যাবে না।

🎬 উপস্থাপনার শেষ:

প্রিয় দর্শক,
সূরা আল-মুনাফিকুন আমাদের শিক্ষা দেয়—
কপটতা বা দ্বিমুখিতা হলো ঈমানের শত্রু।
মুমিনের উচিত তার অন্তরকে পরিশুদ্ধ রাখা এবং সত্যবাদিতার পথে থাকা।

আল্লাহ হাফেজ। 🌿