বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,
“গোপন সংবাদে জানা যায়, দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা অভিযান পরিচালনা করে। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালানোর চেষ্টা করে, এসময় ধাওয়া করে এক ডাকাতকে আটক করা হয়।”
অভিযানে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক ডাকাতের নাম কামরুল সরদার (৫৫)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পাদনায় : এস এম মেহেদী হাসান, মোবাইল : ০১৭১১ ৯৩৪৩৫৮
মাহমুদুল হাসান 























