নিজস্ব প্রতিবেদক | গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোল্লা মো. খালিদ হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পরপরই নতুন ওসি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে। অপরাধীরা এখনই পূবাইল এলাকা ছেড়ে চলে যাক।”
যোগদানের সময় পূবাইল থানার সেকেন্ড অফিসার নাজমুলের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছায় নতুন ওসিকে বরণ করে নেন থানার সদস্যরা।
পূর্ববর্তী অভিজ্ঞতা ও প্রশংসা
ওসি খালিদ হোসেন আগে রাজধানীর মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্বকালীন সময়ে কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করেন।
জনগণের প্রতি প্রতিশ্রুতি
ওসি খালিদ হোসেন সাংবাদিকদের বলেন, “আইনের প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না। থানার বাইরে অভিযোগ বক্স স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ ভয় ছাড়াই অভিযোগ বা তথ্য দিতে পারেন। তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পূবাইলের জনগণ আইন-শৃঙ্খলার সুফল ঘরে ঘরে পাবে, এটাই আমার অঙ্গীকার।”
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর পূবাইল থানার পূর্বতন ওসি শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার অভিযোগের পর। অব্যাহতির ১০ দিনের মাথায় নতুন দায়িত্বে যোগ দিয়েছেন মোল্লা মো. খালিদ হোসেন।
স্থানীয়দের প্রতিক্রিয়া
স্থানীয় সচেতন মহল নতুন ওসির দৃঢ় ও স্পষ্ট বার্তাকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, নতুন নেতৃত্বে পূবাইল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আসবে এবং ফিরবে জনগণের আস্থা ও স্বস্তি।
সম্পাদনায় : এস এম মেহেদী হাসান, মোবাইল : ০১৭১১ ৯৩৪৩৫৮
Reporter Name 




























