1:13 pm, Sunday, 23 November 2025

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, খালাসহ গ্রেফতার ৪ জন

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার | খালাসহ গ্রেফতার ৪ | মৌলভীবাজার পুলিশ অভিযান

মৌলভীবাজার, ২৫ অক্টোবর ২০২৫: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে নিখোঁজ কিশোরী রীমা রানী সরকার (১৫)-কে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় ভিকটিমের খালা প্রিয়াংকা সরকারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গল শহরের আর.কে. মিশন রোডের দুর্গা মন্দিরে অঞ্জলী দিতে গিয়ে নিখোঁজ হয় রীমা। পরদিন তার বাবা মতিলাল বিশ্বাস শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) অনুযায়ী মামলা দায়ের করেন।

পুলিশের আইজিপি ও সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশনায় জেলা পুলিশ সুপার মোঃ এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা-র তত্ত্বাবধানে শুরু হয় অভিযান। তথ্য-প্রযুক্তির সহায়তা ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে পুলিশের তদন্তে উঠে আসে, ভিকটিমকে সিলেট জেলার দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় আটক রাখা হয়েছে।

তদন্তে প্রকাশ পায়, ভিকটিমের খালা শিল্পী সরকার (ওরফে শিল্পী বেগম) তার স্বামী মোবারক মিয়ার সঙ্গে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। গতকাল (২৪ অক্টোবর) রাতে পুলিশ রীমা রানী সরকারকে জীবিত উদ্ধার করে এবং শিল্পী বেগম ও মোবারক মিয়াসহ মোট চারজনকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, খালাসহ গ্রেফতার ৪ জন

Update Time : 04:48:31 pm, Saturday, 25 October 2025

মৌলভীবাজার, ২৫ অক্টোবর ২০২৫: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে নিখোঁজ কিশোরী রীমা রানী সরকার (১৫)-কে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় ভিকটিমের খালা প্রিয়াংকা সরকারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গল শহরের আর.কে. মিশন রোডের দুর্গা মন্দিরে অঞ্জলী দিতে গিয়ে নিখোঁজ হয় রীমা। পরদিন তার বাবা মতিলাল বিশ্বাস শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) অনুযায়ী মামলা দায়ের করেন।

পুলিশের আইজিপি ও সিলেট রেঞ্জের ডিআইজির নির্দেশনায় জেলা পুলিশ সুপার মোঃ এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা-র তত্ত্বাবধানে শুরু হয় অভিযান। তথ্য-প্রযুক্তির সহায়তা ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে পুলিশের তদন্তে উঠে আসে, ভিকটিমকে সিলেট জেলার দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় আটক রাখা হয়েছে।

তদন্তে প্রকাশ পায়, ভিকটিমের খালা শিল্পী সরকার (ওরফে শিল্পী বেগম) তার স্বামী মোবারক মিয়ার সঙ্গে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। গতকাল (২৪ অক্টোবর) রাতে পুলিশ রীমা রানী সরকারকে জীবিত উদ্ধার করে এবং শিল্পী বেগম ও মোবারক মিয়াসহ মোট চারজনকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।