ঢাকা-সিলেট চার লেন কি আবারও থমকে গেলো? | যা জানা গেলো
ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করার ২৩ হাজার কোটি টাকার প্রকল্প আবারও ধীরগতির শিকার। জমি অধিগ্রহণ সম্পূর্ণ না হওয়ায় মূল নির্মাণকাজ বারবার বিলম্বিত হচ্ছে। 👉 নকশাগত ঘাটতি, ওভারপাস-আন্ডারপাস বাদ দেওয়ায় সড়কটি হয়ে উঠছে আরও দুর্ঘটনাপ্রবণ। 👉 গত পাঁচ বছরে এই মহাসড়কে ৩৫৮টি দুর্ঘটনায় চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই নিরাপত্তার ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
Reporter Name 

























