মুর্শিদাবাদে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সাংবাদিকদের সম্মাননা প্রদান
ডেস্ক রিপোর্ট | ১২ আগস্ট ২০২৫ — ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড ও বহরমপুর সুশ্রুত আই হসপিটালের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে আধুনিক চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা, চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে জেলার ১৫ জন সাংবাদিককে গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
অনুষ্ঠানের বিবরণ
সোমবার ধুলিয়ানের একটি বেসরকারি লজে সামশেরগঞ্জ মেরিলিবন ক্লাব ও সবুজ সংঘের যৌথ পরিচালনায় এ শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
-
সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ
-
ধুলিয়ান মিউনিসিপালিটির চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা
-
বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী রামকৃষ্ণ সিং চুন্নু
-
সমাজকর্মী বাশির আলী
-
জনপ্রিয় সুইটস এর কর্তা ও সমাজকর্মী হুমায়ুন আনসারী
-
তরুণ সমাজকর্মী ইকবাল হোসেন
-
পুলিশ অফিসার অভিরাম মন্ডল ও সুমন্ত দাস
-
তরুণ প্যাথলজিস্ট ইমতিয়াজ আলম
অতিথিদের বক্তব্য
শিল্পপতি রামকৃষ্ণ সিং চুন্নু বলেন—
“মুর্শিদাবাদ জেলাবাসির পক্ষ থেকে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা আলি আহসান বাপিকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগে বহু অসহায় ও দুঃস্থ মানুষ উপকৃত হবেন। গ্লোবাল প্রপার্টিজ শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও।”
গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা ও সাংবাদিক আলি আহসান বাপি বলেন—
“আগামীতে আরও বহু সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হবে। আমরা সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত মানুষদের পাশে থেকে কাজ করতে চাই।”
🔥 হার্ট সার্জারির পর বাসায় ফিরলেন জামায়াত আমির! সর্বশেষ আপডেট
সাংবাদিকদের সম্মাননা
অনুষ্ঠানে ১৫ জন সাংবাদিককে মানপত্র, সুদৃশ্য স্মারক, উত্তরীয়, রিস্ট ব্যান্ড, মেডেল ও কলম দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা সাংবাদিকতার মান উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সংক্ষিপ্ত সার:
মুর্শিদাবাদে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড ও বহরমপুর সুশ্রুত আই হসপিটালের উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষ সেবা পান এবং ১৫ জন সাংবাদিককে গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
— সালেহ আহমদ -স’লিপক/ তাবাসসুম/ এস এম মেহেদী
সালেহ আহমদ (স'লিপক) 




























