পুঠিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি পুঠিয়া, রাজশাহী | ০৫ আগস্ট ২০২৫ —
রাজশাহীর পুঠিয়ায় “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান” বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় পুঠিয়া উপজেলা বিএনপির আয়োজনে প্রথমে উপজেলা চত্বরে আলোচনা সভা এবং পরে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়, যা উপজেলার মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দের বক্তব্য
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্য দেন পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রাজশাহী জেলা বিএনপির সদস্য এবং ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
বক্তারা বলেন,
“জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল এক গণজাগরণ, যেখানে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের বিজয় নিশ্চিত হয়েছিল। আজও সেই চেতনায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।”
অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন –
-
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মিন্টু,
-
সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ,
-
যুগ্ম আহবায়ক আবু হায়াত,
-
সদস্য সচিব এনতাজুল ইসলাম বাবু,
-
কৃষক দলের আহবায়ক রিপন রেজা ও সদস্য সচিব মাহাবুবুর রহমান,
-
যুবদলের ফারুক হোসেন ও মাসুদ রানা,
-
ছাত্রদলের আহবায়ক হুমায়ন কবির,
-
বানেশ্বর ইউনিয়নের আহবায়ক হযরত আলী সরকার,
-
সদস্য সচিব আব্দুল মজিদ, তুষার সরকার,
-
ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ,
-
শিবপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম,
-
এবং আরও অনেক নেতাকর্মী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব। এছাড়া পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুনের নেতৃত্বেও একটি আনন্দ মিছিল বের হয়।
ভিডিও লিংক (YouTube):
“জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ কী? | Interim Government & Political Reform Explained” https://youtu.be/UfHAu7VmDmo
— মোহাম্মদ আলী / সালেহ/ তাবাসসুম
মোহাম্মদ আলী 
























