স্বাভাবিক মৃত্যু ভেবে অপমৃত্যু মামলা, ময়নাতদন্তে রহস্য উদঘাটন, গ্রেফতার ১
মৌলভীবাজার | ০৫ আগস্ট ২০২৫ —
মৌলভীবাজারের রাজনগরে এক নারীর মৃত্যুকে প্রাথমিকভাবে স্বাভাবিক হিসেবে ধরে অপমৃত্যু মামলা দায়ের করা হলেও, ময়নাতদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। ঘটনার চার মাস পর, রাজনগর থানা পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোঃ খলিল মিয়া ওরফে ফেছাদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
ঘটনাপ্রবাহ
২০২৫ সালের ৩১ মার্চ সকালে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় ৫১ বছর বয়সী শাহানা বেগমকে। পরিবারের পক্ষ থেকে কেউ সন্দেহ প্রকাশ না করায় পুলিশ বিষয়টিকে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নেয়। ১ এপ্রিল রাজনগর থানা একটি অপমৃত্যু মামলা (মামলা নং: ০৪/২০২৫) রুজু করে।
ময়নাতদন্তে চমক
তবে পরবর্তীতে শাহানা বেগমের ময়নাতদন্ত রিপোর্টে দেখা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতের মেয়ে বিউটি বেগম গত ৪ আগস্ট রাজনগর থানায় একটি হত্যা মামলা (মামলা নং: ০৪/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
তদন্ত ও গ্রেফতার
মামলার তদন্তভার পান এসআই (নিঃ) অরূপ সরকার। তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে তিনি সন্দেহভাজন হিসেবে একই গ্রামের খলিল মিয়াকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে খলিল মিয়া হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন।
প্রাথমিক জবানবন্দিতে খলিল মিয়া জানান, শাহানা বেগম এলাকার বিভিন্ন লোককে সুদে টাকা ধার দিতেন। তার সঙ্গেও এমন আর্থিক লেনদেন ছিল। সুদের টাকা ফেরত চাওয়া নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে শাহানা বেগমকে গলা টিপে হত্যা করেন তিনি।
আদালতে স্বীকারোক্তি
গ্রেফতারকৃত খলিল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন। তিনি আরও বলেন,
“মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
এলাকাবাসীর প্রতিক্রিয়া
স্থানীয়ভাবে পরিচিত শাহানা বেগমের মৃত্যুকে কেন্দ্র করে এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই হত্যাকাণ্ড। এলাকাবাসীর দাবি, অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত এমন ঘটনা বন্ধে সচেতনতা জরুরি।
ভিডিও লিংক (YouTube):
“জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ কী? | Interim Government & Political Reform Explained” https://youtu.be/UfHAu7VmDmo
— শাহ ফাহিম আহমেদ/ সালেহ/ তাবাসসুম
শাহ ফাহিম আহমেদ 


























