সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের সভাপতি রানু, সাধারণ সম্পাদক নীলুফা নির্বাচিত
ঢাকা | ০৪ আগস্ট ২০২৫ — বাংলাদেশের যৌনকর্মী সংগঠনগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব পেয়েছে। সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের রানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকার সংগঠন স্বপ্ন-চূড়ার নীলুফা।
গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এই নির্বাচন। নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংহতির ভাইস প্রেসিডেন্ট এবং বিএমএসএফ প্রতিনিধিসহ নারীপক্ষ, অপরাজেয় বাংলা এবং আরও একটি সংগঠনের প্রতিনিধিরা।
সারা দেশের ৩২টি যৌনকর্মী সংগঠন থেকে তিনজন করে প্রতিনিধি এই নির্বাচনে ভোট দেন। মোট ভোটার সংখ্যা ছিল ৯৬। রানু ও নীলুফা উভয়েই স্ব স্ব পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।
নতুন কমিটিতে রয়েছে ৮টি সম্পাদকীয় পদ ও ৩ জন সদস্য, যারা যৌথভাবে সেক্স ওয়ার্কারদের অধিকার, স্বাস্থ্যসেবা, সুরক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।
নির্বাচনের দিন সকালে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা (AGM)। সভায় সেভ দ্য চিলড্রেন, বিএমএসএফসহ বেশ কয়েকটি উন্নয়ন সংস্থার প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা পুরো নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এই নির্বাচন যৌনকর্মীদের নেতৃত্বের বিকাশ, স্বশাসন ও সংগঠিত সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
— এস এম মেহেদী হাসান/ সালেহ/ তাবাসসুম
এস এম মেহেদী হাসান 



























