সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাব থেকে উদ্ধার
ঢাকা | ০৪ আগস্ট ২০২৫ — সাবেক সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাবের একটি গেস্ট রুম থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ক্লাবের ৩০৮ নম্বর কক্ষে তার মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, রোববার রাতে তিনি ক্লাবে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানেই রাত্রীযাপন করেন। সোমবার সকালে নির্ধারিত এক মিটিংয়ে তিনি উপস্থিত না হওয়ায় তাকে খোঁজ করতে গিয়ে কোনো সাড়া না মেলায় কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে বিছানায় তার নিথর দেহ দেখতে পান কর্তৃপক্ষ।
ডিসি আলমগীর আরও বলেন, “তার দেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে পরিবারের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত করা হবে।”
ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ও ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থা উপস্থিত রয়েছে।
হারুন অর রশিদ মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বীরত্বসূচক খেতাব অর্জন করেন এবং পরবর্তীতে সেনাপ্রধান ও রাষ্ট্রদূত হিসেবে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে দেশ হারাল এক শ্রদ্ধেয় সামরিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব।
— এস এম মেহেদী হাসান/ সালেহ/ তাবাসসুম
এস এম মেহেদী হাসান 




























