চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার, ভুক্তভোগী গৃহবধূকে স্বামীর তালাক
বগুড়া | ০৩ আগস্ট ২০২৫ — বগুড়ার ধুনট উপজেলায় চাচিকে ধর্ষণের অভিযোগে বিপ্লব হোসেন বিদ্যুৎ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত বিপ্লব ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের আবুল হোসেন ওরফে বারিকের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয়। তার স্বামী বগুড়া শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অভিযোগে বলা হয়, গত এক বছর ধরে ভাতিজা বিপ্লব চাচির প্রতি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ১৮ জুন রাতে ওঁৎ পেতে থেকে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যান।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার পর তিনি স্বামীকে বিস্তারিত জানালে স্বামী উল্টো তার ওপর ক্ষুব্ধ হয়ে তালাক দেন এবং বাবার বাড়িতে পাঠিয়ে দেন।
পরে শনিবার (২ আগস্ট) গৃহবধূ থানায় বিপ্লব হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ওইদিন বিকেলেই ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, “ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে।”
এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নারী নির্যাতন এবং বিচারের অভাবে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে।
— মাহমুদুল হাসান/ সালেহ/ তাবাসসুম
নিজস্ব প্রতিবেদক 



























