1:49 pm, Sunday, 23 November 2025

শ্রীমঙ্গল থানায় তিন পুলিশ সদস্যের বিদায়ী সংবর্ধনা: দায়িত্বশীলতার চিহ্ন রেখে গেলেন যাত্রাপথে

শ্রীমঙ্গল থানায় তিন পুলিশ সদস্যের বিদায়ী সংবর্ধনা: দায়িত্বশীলতার চিহ্ন রেখে গেলেন যাত্রাপথে

মৌলভীবাজার | ০৩ আগস্ট ২০২৫  মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো তিন পুলিশ সদস্যের বিদায়ী সংবর্ধনা। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন শেষে অবসর ও বদলিজনিত কারণে বিদায় নিতে যাওয়া এই সদস্যদের প্রতি সহকর্মীরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন।

রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় থানা চত্বরে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন এসআই মুহিবুর রহমান। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এসআই) এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

বিদায়ী পুলিশ সদস্যরা হলেন—
🔹 এসআই মো. নুরুল ইসলাম (অবসরপ্রাপ্ত)
🔹 এসআই মো. কামরুজ্জামান কাজল (অবসরপ্রাপ্ত)
🔹 কনস্টেবল অনিল কান্তি চাকমা (বদলিজনিত)

অনুষ্ঠানে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন,

“তাঁরা দায়িত্ব পালনকালীন সময়ে যে নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা থানার প্রতিটি সদস্যের জন্য অনুকরণীয়। দায়িত্ব শেষ হলেও তাঁদের অবদান শ্রীমঙ্গল থানায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন,

“পুলিশি জীবন শুধু পেশা নয়, এটি সেবা ও ত্যাগের প্রতীক। যারা দায়িত্বশীলভাবে এই দায়িত্ব পালন করেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য।”

বিদায়ী সদস্যদের চোখেও ছিলো স্মৃতির আলো-আঁধার। একে একে তাঁরা তুলে ধরেন দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতা, সহকর্মীদের সহযোগিতা এবং শ্রীমঙ্গলের জনগণের সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্ক।

এসআই নুরুল ইসলাম বলেন,

“আজ বিদায় নিচ্ছি বটে, কিন্তু এই থানার সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান নিয়েই আমি গর্বিতভাবে বিদায় নিচ্ছি।”

অনুষ্ঠান শেষে বিদায়ী সদস্যদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনার শেষ অংশে পরিবেশ ছিলো আবেগঘন ও স্নেহভরে ভরা। এই বিদায় শুধু চাকরি থেকে নয়, সহমর্মিতা ও বন্ধুত্বের এক অধ্যায়েরও সমাপ্তি।

—  সালেহ আহমদ (স’লিপক) সালেহ/ তাবাসসুম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

শ্রীমঙ্গল থানায় তিন পুলিশ সদস্যের বিদায়ী সংবর্ধনা: দায়িত্বশীলতার চিহ্ন রেখে গেলেন যাত্রাপথে

Update Time : 06:21:27 pm, Sunday, 3 August 2025

শ্রীমঙ্গল থানায় তিন পুলিশ সদস্যের বিদায়ী সংবর্ধনা: দায়িত্বশীলতার চিহ্ন রেখে গেলেন যাত্রাপথে

মৌলভীবাজার | ০৩ আগস্ট ২০২৫  মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো তিন পুলিশ সদস্যের বিদায়ী সংবর্ধনা। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন শেষে অবসর ও বদলিজনিত কারণে বিদায় নিতে যাওয়া এই সদস্যদের প্রতি সহকর্মীরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন।

রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় থানা চত্বরে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন এসআই মুহিবুর রহমান। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এসআই) এবং থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

বিদায়ী পুলিশ সদস্যরা হলেন—
🔹 এসআই মো. নুরুল ইসলাম (অবসরপ্রাপ্ত)
🔹 এসআই মো. কামরুজ্জামান কাজল (অবসরপ্রাপ্ত)
🔹 কনস্টেবল অনিল কান্তি চাকমা (বদলিজনিত)

অনুষ্ঠানে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন,

“তাঁরা দায়িত্ব পালনকালীন সময়ে যে নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা থানার প্রতিটি সদস্যের জন্য অনুকরণীয়। দায়িত্ব শেষ হলেও তাঁদের অবদান শ্রীমঙ্গল থানায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন,

“পুলিশি জীবন শুধু পেশা নয়, এটি সেবা ও ত্যাগের প্রতীক। যারা দায়িত্বশীলভাবে এই দায়িত্ব পালন করেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য।”

বিদায়ী সদস্যদের চোখেও ছিলো স্মৃতির আলো-আঁধার। একে একে তাঁরা তুলে ধরেন দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতা, সহকর্মীদের সহযোগিতা এবং শ্রীমঙ্গলের জনগণের সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্ক।

এসআই নুরুল ইসলাম বলেন,

“আজ বিদায় নিচ্ছি বটে, কিন্তু এই থানার সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান নিয়েই আমি গর্বিতভাবে বিদায় নিচ্ছি।”

অনুষ্ঠান শেষে বিদায়ী সদস্যদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনার শেষ অংশে পরিবেশ ছিলো আবেগঘন ও স্নেহভরে ভরা। এই বিদায় শুধু চাকরি থেকে নয়, সহমর্মিতা ও বন্ধুত্বের এক অধ্যায়েরও সমাপ্তি।

—  সালেহ আহমদ (স’লিপক) সালেহ/ তাবাসসুম