পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা এমদাদ গ্রেফতার
রাজশাহী | ০৩ আগস্ট ২০২৫ —
রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হক (৪০)–কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হলিস্টিক ফার্মেসির সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত এমদাদুল হক উপজেলার বিরালদহ টোনাপাড়া এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “আওয়ামী লীগ নেতা এমদাদুল হক কিছুদিন ধরে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে রাষ্ট্রবিরোধী নাশকতার পরিকল্পনা করছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
— মোহাম্মদ আলী/ এস এম মেহেদী
মোহাম্মদ আলী 
























