1:15 pm, Sunday, 23 November 2025

এক তরুণীর প্রেমের জালে ২০ প্রেমিক, উপহার থেকে ফ্ল্যাট কেনা!

এক তরুণীর প্রেমের জালে ২০ প্রেমিক, উপহার থেকে ফ্ল্যাট কেনা!

আন্তর্জাতিক ডেস্ক | ০২ আগষ্ট ২০২৫ —

চীনের শেনজেন শহরের এক তরুণীর প্রেমঘটিত প্রতারণা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। একসঙ্গে ২০ জন প্রেমিকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রত্যেকের কাছ থেকে উপহার হিসেবে নিয়েছেন দামি আইফোন। পরে সেগুলো বিক্রি করে সেই অর্থ দিয়েই করেছেন ফ্ল্যাটের ডাউন পেমেন্ট!

তরুণীর পরিচয় প্রকাশ না হলেও জানা গেছে, তিনি শহরের একটি সংস্থায় জুনিয়র ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। বেতন অল্প, কিন্তু পরিকল্পনা ছিল বড়। প্রেমের অভিনয় করে ধনী ও প্রযুক্তিপ্রেমী তরুণদের ফাঁদে ফেলে তিনি হাতিয়ে নিয়েছেন একেকজনের কাছ থেকে একটি করে আইফোন।

তরুণী সেই ২০টি আইফোন একটি অনলাইন রিসেলিং প্ল্যাটফর্মে বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে একটি অ্যাপার্টমেন্টের অগ্রিম মূল্য পরিশোধ করেন।

প্রেম থেকে প্রতারণা, অতঃপর ফ্ল্যাট

প্রথমদিকে প্রেমিকদের কেউই বিষয়টি আঁচ করতে পারেননি। কিন্তু এক সময় তার ফ্ল্যাট কেনার খবর ছড়িয়ে পড়লে ঘনিষ্ঠজনদের মধ্যে কৌতূহল তৈরি হয়। তার সহকর্মীরাই পরে বিষয়টি খুঁজে বের করেন এবং এক অনলাইন ইলেকট্রনিকস বিক্রয়কর্মীর সূত্রে পুরো ঘটনা সংবাদমাধ্যমে ফাঁস হয়।

যদিও আইনগতভাবে এখন পর্যন্ত তরুণীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ঘিরে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন ‘চরম বুদ্ধিমত্তা’, আবার কেউ বলছেন— ‘নির্লজ্জ প্রতারণা’।

প্রতারণা না কৌশলী পরিকল্পনা?

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। একদল তরুণীর ‘সাহস ও বুদ্ধিমত্তা’য় মুগ্ধ, অপরপক্ষ একে দেখছেন ‘সম্পর্কের পবিত্রতা ও বিশ্বাসঘাতকতার চরম উদাহরণ’ হিসেবে। তবে তরুণীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

— এস এম মেহেদী হাসান/ তাবাসসুম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

এক তরুণীর প্রেমের জালে ২০ প্রেমিক, উপহার থেকে ফ্ল্যাট কেনা!

Update Time : 10:32:51 pm, Saturday, 2 August 2025
এক তরুণীর প্রেমের জালে ২০ প্রেমিক, উপহার থেকে ফ্ল্যাট কেনা!

আন্তর্জাতিক ডেস্ক | ০২ আগষ্ট ২০২৫ —

চীনের শেনজেন শহরের এক তরুণীর প্রেমঘটিত প্রতারণা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। একসঙ্গে ২০ জন প্রেমিকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রত্যেকের কাছ থেকে উপহার হিসেবে নিয়েছেন দামি আইফোন। পরে সেগুলো বিক্রি করে সেই অর্থ দিয়েই করেছেন ফ্ল্যাটের ডাউন পেমেন্ট!

তরুণীর পরিচয় প্রকাশ না হলেও জানা গেছে, তিনি শহরের একটি সংস্থায় জুনিয়র ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। বেতন অল্প, কিন্তু পরিকল্পনা ছিল বড়। প্রেমের অভিনয় করে ধনী ও প্রযুক্তিপ্রেমী তরুণদের ফাঁদে ফেলে তিনি হাতিয়ে নিয়েছেন একেকজনের কাছ থেকে একটি করে আইফোন।

তরুণী সেই ২০টি আইফোন একটি অনলাইন রিসেলিং প্ল্যাটফর্মে বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে একটি অ্যাপার্টমেন্টের অগ্রিম মূল্য পরিশোধ করেন।

প্রেম থেকে প্রতারণা, অতঃপর ফ্ল্যাট

প্রথমদিকে প্রেমিকদের কেউই বিষয়টি আঁচ করতে পারেননি। কিন্তু এক সময় তার ফ্ল্যাট কেনার খবর ছড়িয়ে পড়লে ঘনিষ্ঠজনদের মধ্যে কৌতূহল তৈরি হয়। তার সহকর্মীরাই পরে বিষয়টি খুঁজে বের করেন এবং এক অনলাইন ইলেকট্রনিকস বিক্রয়কর্মীর সূত্রে পুরো ঘটনা সংবাদমাধ্যমে ফাঁস হয়।

যদিও আইনগতভাবে এখন পর্যন্ত তরুণীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ঘিরে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন ‘চরম বুদ্ধিমত্তা’, আবার কেউ বলছেন— ‘নির্লজ্জ প্রতারণা’।

প্রতারণা না কৌশলী পরিকল্পনা?

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। একদল তরুণীর ‘সাহস ও বুদ্ধিমত্তা’য় মুগ্ধ, অপরপক্ষ একে দেখছেন ‘সম্পর্কের পবিত্রতা ও বিশ্বাসঘাতকতার চরম উদাহরণ’ হিসেবে। তবে তরুণীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

— এস এম মেহেদী হাসান/ তাবাসসুম