নবম বিয়ের আগে গ্রেপ্তার! শিক্ষিকা সামিরার ভয়ঙ্কর প্রতারণা কাহিনি
আন্তর্জাতিক ডেস্ক | ০২ আগষ্ট ২০২৫ — ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে নবম বিয়ের চেষ্টা চালানোর সময় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই নারীর নাম সামিরা ফাতিমা। পুলিশ জানিয়েছে, তিনি এর আগে আটবার বিয়ে করেছেন এবং প্রতিটি বিয়ের পেছনে রয়েছে পরিকল্পিত প্রতারণার ছক।
সামিরা ফাতিমা ধনী পুরুষদের টার্গেট করে বিয়ে করতেন এবং পরে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। তার প্রতারণার শিকার একাধিক স্বামী পুলিশের কাছে অভিযোগ করেছেন— কেউ কেউ ৫০ লাখ রুপি পর্যন্ত হারিয়েছেন।
পুলিশের তদন্তে উঠে এসেছে, সামিরা একজন শিক্ষিত নারী এবং পেশায় শিক্ষিকা, অথচ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে যুক্ত। প্রেমের অভিনয় করে ও নিজেকে সন্তানসহ তালাকপ্রাপ্ত বলে পরিচয় দিয়ে তিনি পুরুষদের প্রেমের ফাঁদে ফেলতেন। এরপরই শুরু হতো ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের প্রক্রিয়া।
সামিরার মূল শিকার মিলত বিয়ে বিষয়ক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তার আচরণ এতটাই চতুর ও বিশ্বাসযোগ্য ছিল যে, ভুক্তভোগীরা প্রথমে প্রতারণা বুঝতেই পারতেন না।
অবশেষে গত ২৯ জুলাই নাগপুর শহরের একটি চায়ের দোকানে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেইল এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে প্রতারণামূলক বিয়ে করার অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ ধারণা করছে, গত ১৫ বছর ধরে সামিরা অসংখ্য পুরুষকে তার প্রতারণার ফাঁদে ফেলেছেন। তদন্ত চলছে এবং আরও ভুক্তভোগীদের খোঁজ নেওয়া হচ্ছে।
— তাবাসসুম/ এস এম মেহেদী
Reporter Name 




























