1:37 pm, Sunday, 23 November 2025

মৌলভীবাজারে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

  • Reporter Name
  • Update Time : 06:13:29 pm, Saturday, 2 August 2025
  • 41 Time View

মৌলভীবাজারে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

মৌলভীবাজার|০২ আগষ্ট ২০২৫ — বিয়ের বাজার করতে এসে মৌলভীবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আল আমিন (২৫) নামে এক যুবক। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী আল আমিন নিহত হন। দুর্ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত আল আমিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার বাসিন্দা। তিনি পরিবারের বিয়ের কেনাকাটা করতে মৌলভীবাজার শহরে আসছিলেন।

আহতরা হলেন—আব্দুর রশিদ (পিতা: জিয়াউর রহমান), হযরত আলী (পিতা: মিন্নত আলী) এবং মিনা বেগম (স্বামী: আব্দুস শহীদ)। তারা সবাই নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। হবিগঞ্জ-সিলেট বাস মালিক সমিতির দুটি বাস ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে তারা। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, “বাসচাপায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

— এস এম মেহেদী হাসান / তাবাসসুম/ সুমন মিয়া

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

মৌলভীবাজারে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

Update Time : 06:13:29 pm, Saturday, 2 August 2025

মৌলভীবাজারে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

মৌলভীবাজার|০২ আগষ্ট ২০২৫ — বিয়ের বাজার করতে এসে মৌলভীবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আল আমিন (২৫) নামে এক যুবক। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী আল আমিন নিহত হন। দুর্ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত আল আমিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার বাসিন্দা। তিনি পরিবারের বিয়ের কেনাকাটা করতে মৌলভীবাজার শহরে আসছিলেন।

আহতরা হলেন—আব্দুর রশিদ (পিতা: জিয়াউর রহমান), হযরত আলী (পিতা: মিন্নত আলী) এবং মিনা বেগম (স্বামী: আব্দুস শহীদ)। তারা সবাই নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। হবিগঞ্জ-সিলেট বাস মালিক সমিতির দুটি বাস ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে তারা। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, “বাসচাপায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

— এস এম মেহেদী হাসান / তাবাসসুম/ সুমন মিয়া