1:17 pm, Sunday, 23 November 2025

১৫ বছরের কিশোরী গৃহকর্মীকে একবছর ধরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৫ বছরের কিশোরী গৃহকর্মীকে একবছর ধরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেট | ০১ আগষ্ট ২০২৫  — সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকা থেকে সরোয়ার আহমদ লিপু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। তার বিরুদ্ধে ১৫ বছরের এক কিশোরী গৃহকর্মীকে দীর্ঘ এক বছর ধরে ধর্ষণের গুরুতর অভিযোগ রয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিপু গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ফকিরটুল গ্রামের মৃত সৈয়দ কবির আহমদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ধর্ষণের শিকার কিশোরী গত ৪ বছর ধরে লিপুর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। কিন্তু গত এক বছর ধরে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করে লিপু। মেয়েটি বিষয়টি গোপন রাখলেও, সম্প্রতি তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে মা সন্দেহ করেন।

১৩ জুলাই লিপু মেয়েটিকে ছাতকে গ্রামের বাড়ির পাশে বাজারে ফেলে রেখে যায়। সেখান থেকে মেয়েটি বাড়িতে ফিরে এসে পেটব্যথার কথা জানায়। পরে মা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, সে সাত মাসের অন্তঃসত্ত্বা।

জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে লিপু। কাউকে কিছু বললে তাকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো।

এই ঘটনায় শাহপরান (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) কিশোরীকে ভর্তি করা হয়।

শাহপরান থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “ঘটনার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হবে।”

— এস এম মেহদেী হাসান / তাবাসসুম/ সুমন মিয়া

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

১৫ বছরের কিশোরী গৃহকর্মীকে একবছর ধরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Update Time : 06:21:54 pm, Friday, 1 August 2025

১৫ বছরের কিশোরী গৃহকর্মীকে একবছর ধরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেট | ০১ আগষ্ট ২০২৫  — সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকা থেকে সরোয়ার আহমদ লিপু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। তার বিরুদ্ধে ১৫ বছরের এক কিশোরী গৃহকর্মীকে দীর্ঘ এক বছর ধরে ধর্ষণের গুরুতর অভিযোগ রয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিপু গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ফকিরটুল গ্রামের মৃত সৈয়দ কবির আহমদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ধর্ষণের শিকার কিশোরী গত ৪ বছর ধরে লিপুর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। কিন্তু গত এক বছর ধরে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করে লিপু। মেয়েটি বিষয়টি গোপন রাখলেও, সম্প্রতি তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে মা সন্দেহ করেন।

১৩ জুলাই লিপু মেয়েটিকে ছাতকে গ্রামের বাড়ির পাশে বাজারে ফেলে রেখে যায়। সেখান থেকে মেয়েটি বাড়িতে ফিরে এসে পেটব্যথার কথা জানায়। পরে মা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, সে সাত মাসের অন্তঃসত্ত্বা।

জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে লিপু। কাউকে কিছু বললে তাকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো।

এই ঘটনায় শাহপরান (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) কিশোরীকে ভর্তি করা হয়।

শাহপরান থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “ঘটনার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হবে।”

— এস এম মেহদেী হাসান / তাবাসসুম/ সুমন মিয়া