নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশিসহ নিহত ৪, শোকাহত প্রবাসী কমিউনিটি
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | ২৯ জুলাই ২০২৫ — যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটানে এক আততায়ী বন্দুকধারীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন সম্ভাবনাময় এক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন। গত সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ৩৪৫ পার্ক এভিনিউর একটি বহুতল ভবনে এ মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।
নিহত দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগে (NYPD) কর্মরত ছিলেন। বয়স মাত্র ৩৬। তার স্ত্রী সন্তানসম্ভবা এবং তিনি দুই সন্তানের জনক ছিলেন। দিদারুলের পৈতৃক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
“নায়িকার বিয়ে করার ইচ্ছা ‘ভালো হুজুরকে’ — মিথ্যাবাদী ইমামদের বিরুদ্ধে মুখ খুললেন সাংবাদিক!”
দিদারুলের মৃত্যুতে গভীর শোক
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও পুলিশ কমিশনার এক যৌথ সংবাদ সম্মেলনে দিদারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “নিউইয়র্ক শহর তার একজন সাহসী ও নিষ্ঠাবান কর্মকর্তাকে হারালো।”
বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। নিউইয়র্কভিত্তিক বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক সমাজ ও সংগঠনের সমবেদনা
নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘জন্মভূমি’-এর সম্পাদক রতন তালুকদার এক বিবৃতিতে বলেন,
“দিদারুল ইসলামের আকস্মিক মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। এমন একটি জীবন—যা প্রতিশ্রুতিশীল ও কর্মঠ ছিল—এরকম নৃশংসতার শিকার হওয়া অত্যন্ত বেদনার।”
নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানানো হয়।
-
প্রধান উপদেষ্টা ও কলামিস্ট এমএ সালাম,
-
সভাপতি হাকিকুল ইসলাম খোকন,
-
সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ,
-
আমেরিকান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ,
-
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর
সহ অনেকে একযোগে শোকবার্তা পাঠান।
‘সহযোগিতা চায় পরিবার’
নিহত দিদারুলের পরিবারের সদস্যরা এখন চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তার সহকর্মীরা জানিয়েছেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ এবং প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলো পরিবারটির পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
— হাকিকুল ইসলাম খোকন/ তাবাসসুম/ এস এম মেহেদী
হাকিকুল ইসলাম খোকন 


























