মুসলিম শিশু হত্যায় দণ্ডিত মার্কিন বাড়িওয়ালার কারাগারে মৃত্যু
ইলিনয়, যুক্তরাষ্ট্র | ২৭ জুলাই ২০২৫ —
মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষমূলক এক নৃশংস ঘটনায় ৬ বছরের ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশু ওয়াদি আলফাইউমিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত বাড়িওয়ালা জোসেফ জুবা (৭৩) কারাগারে মারা গেছেন। ইলিনয়ের কারা কর্তৃপক্ষ বৃহস্পতিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি।
২০২৩ সালের অক্টোবরে শিকাগোর উপশহর প্লেইনফিল্ডে এই হামলা চালানো হয়। ছুরিকাঘাতে ওয়াদি নিহত হয় এবং তার মা হানান শাহীন গুরুতর আহত হন। হামলার সময় জুবা চিৎকার করে বলে—
“মুসলিম হিসেবে তোমাদের মরতে হবে।”
জোসেফ জুবাকে ঘৃণাজনিত অপরাধ, প্রথম ডিগ্রির হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়। তিন মাস আগে, আদালত তাকে ৫৩ বছরের কারাদণ্ড দেয়। বিচার চলাকালে পুলিশ বডিক্যামেরা ফুটেজ, রক্তাক্ত দৃশ্যের ছবি ও হানান শাহীনের ৯১১ কল আদালতে উপস্থাপন করা হয়। মাত্র ৯০ মিনিটের বিচার-পর্যালোচনার পর জুরি তাকে দোষী সাব্যস্ত করে।
জানা গেছে, জুবার ভাড়া দেওয়া বাড়িতে এই ফিলিস্তিনি পরিবার বসবাস করছিল। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পরপরই তিনি মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রকাশ করতে শুরু করেন বলে আদালতে তার প্রাক্তন স্ত্রী সাক্ষ্য দেন।
এই নির্মম হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে মুসলিম ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক সহিংসতার এক জ্বলন্ত উদাহরণ হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে শিকাগোসহ বিভিন্ন জায়গায় মুসলিম এবং মানবাধিকার সংগঠনগুলো ক্ষোভ ও শোক প্রকাশ করে।
প্লেইনফিল্ড শহরের কর্তৃপক্ষ নিহত ওয়াদির স্মরণে একটি পার্কের খেলার মাঠ উৎসর্গ করে।
আমেরিকান-ইসলামিক সম্পর্ক কাউন্সিল (CAIR) শিকাগো শাখার নির্বাহী পরিচালক আহমেদ রিহাব বলেন, “এই বিকৃত খুনি মারা গেছে, কিন্তু ঘৃণা এখনো বেঁচে আছে।”
— মাহমুদুল হাসান/ তাবাসসুম/ সালেহ
Reporter Name 




























