গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক টি এইচ এম জাহাঙ্গীর
ঢাকা | ২৭ জুলাই ২০২৫ — সিনিয়র সাংবাদিক এবং যুব গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য টি এইচ এম জাহাঙ্গীরকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
আজ শনিবার সকালে রাজধানীর তোপখানাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস এম আলতাফ আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।
সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, সদ্যপ্রয়াত সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর শুন্যপদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে মনোনীত করা হয়।
টি এইচ এম জাহাঙ্গীর: অভিজ্ঞতা ও অবদান
টি এইচ এম জাহাঙ্গীর বর্তমানে বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি, চ্যানেল এস-এর জয়েন্ট নিউজ এডিটর এবং দৈনিক নতুন আশার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার-এর নির্বাহী সম্পাদক।
তিনি শুধু সাংবাদিকতা নয়, বরং গবেষণা, সমাজসেবা ও সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে যুক্ত।
তিনি প্রতিষ্ঠা করেছেন সিটিজেন রিসার্চ কমিউনিকেশন, বাংলাদেশ স্টাডি ট্রাস্ট, এবং সিলেট রত্ন ফাউন্ডেশন।
এছাড়া তিনি সিলেট বিভাগের গুণীজনদের জীবনকর্ম নিয়ে প্রকাশ করেছেন —
-
রত্নগর্ভা সিলেট
-
একনজরে সিলেট বিভাগ
তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি।
উল্লেখযোগ্য বইগুলো হলো:
-
রক্তাক্ত স্বাধীনতা (১৯৯৪)
-
মুক্তিযোদ্ধার শেষ কথা (১৯৯৮)
জন্ম সুনামগঞ্জ জেলার ছাতকে, ২০ জুলাই ১৯৭৬। হাইস্কুল জীবন থেকেই সাংবাদিকতা ও ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন।
১৯৯০ সালে সাংবাদিকতা শুরু করেন সিলেট থেকে। এরপর স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধারে রিপোর্টার, সম্পাদক, গবেষক ও কলাম লেখক হিসেবে কাজ করেছেন। সিলেটের মুক্তিযুদ্ধ, সাহিত্য ও ইতিহাস চর্চায় তিনি ছিলেন অন্যতম সংগঠক।
ঢাকায় বসবাসরত সিলেটবাসীর ঐক্য ও সাংস্কৃতিক সংহতির জন্য প্রতিষ্ঠা করেন সিলেট রত্ন অ্যাওয়ার্ড এবং চালু করেন জালালাবাদ ডিরেক্টরি। তার উদ্যোগে বিভিন্ন গুণীজন সংবর্ধিত হয়েছেন, এবং ‘সিলেট রত্ন’ উপাধিতে ভূষিত হয়েছেন।
তিনি যুক্ত আছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে, যেমন:
-
লায়ন্স ইন্টারন্যাশনাল
-
বাংলাদেশ রেডক্রিসেন্ট
-
বাংলাদেশ লেখক ফোরাম
-
কোয়ান্টাম ফাউন্ডেশন
-
বাংলাদেশ-আমেরিকা সোসাইটি
গণফোরাম ও মুক্তিযুদ্ধের চেতনা
স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ড. কামাল হোসেন ১৯৯২ সালের ২৯ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, আইনের শাসন ও ভোটাধিকারের নিশ্চয়তার লক্ষ্যে গণফোরাম প্রতিষ্ঠা করেন। এই দলের বর্তমান পুনর্গঠনের অংশ হিসেবে টি এইচ এম জাহাঙ্গীরের মতো সুদক্ষ, অভিজ্ঞ ও মানবিক নেতৃত্বকে দায়িত্ব প্রদান তাৎপর্যপূর্ণ।
— এস এম মেহেদী হাসান/ তাবাসসুম/ সালেহ
Reporter Name 
























