নড়াইলে সাপের কামড়ে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু
লোহাগড়া, নড়াইল | ২৬ জুলাই ২০২৫ — নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্র।
শিশুটির নাম নাঈম শেখ। সে কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাতে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে মা ও ছেলের ঘুমের সময় বিছানায় শুয়ে থাকা অবস্থায় নাঈমকে একটি বিষধর সাপ দংশন করে। তার মা দ্রুত বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস জানান, রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসা শুরুর প্রস্তুতিকালেই রাত ১টার দিকে সে মারা যায়।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, গ্রামের একজন উদীয়মান শিশু শিক্ষার্থীকে এভাবে হারানো অত্যন্ত বেদনাদায়ক।
— মোঃ মনিরুজ্জামান চৌধুরী/ তাবাসসুম/ এস এম মেহেদী
Reporter Name 




























