সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি
সোনারগাঁয়, নারায়ণগঞ্জ | ২৬ জুলাই ২০২৫ — নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২নং এবং ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিষ্ণাদী বাজার ও নোয়াগাঁও গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মা-বোন ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।
এই কর্মসূচি সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হালিম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান।
প্রধান অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক – আবুবকর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক– মো. সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক – মাওলানা ওমর ফারুক, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক – আতাউর রহমান, গোলজার হোসেন, কাশেম হাজী, রফিজউদ্দিন, মজিদ মেম্বার, আমির হোসেন, এসাক, সিরাজ মোল্লা, কবির হোসেন প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রিপন, সদস্য রাজিব, রমজান, ডালিম, কামাল, জামান, মনির, নাছির, গনি, এবং ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমির হোসেনসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ৩১ দফা রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।
— মোশারফ হোসেন খসরু/ তাবাসসুম/ এস এম মেহেদী
Reporter Name 



























