পুরোনো সিস্টেমে দেশ চলবে না, আসছে নতুন সংবিধান”: মৌলভীবাজারে এনসিপি আহ্বায়ক নাহিদ
মৌলভীবাজার | ২৬ জুলাই ২০২৫ — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “পুরোনো আইন ও সিস্টেমে বাংলাদেশ চলবে না। আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।” তিনি আরও বলেন, “পুরাতন কাঠামো ভেঙে জনগণের রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক হয়ে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তব্যে নাহিদ আরও বলেন, “পুলিশ হত্যাকে প্রাধান্য দিয়ে অভ্যুত্থানকারী ছাত্র-জনতার ওপর দায় চাপানোর অপচেষ্টা হচ্ছে। আমরা ৩ আগস্টে একদফা দাবিতে পরিষ্কার বলেছি—এ লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আমাদের প্রতিরোধ ছিল ফ্যাসিস্ট রাষ্ট্র ও বাহিনীর বিরুদ্ধে। আমরা দেশ গড়তে এসেছি, দমন-পীড়নের শিকার হয়ে নয়।”
এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম এর সভাপতিত্বে পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির সদস্য সচিব, আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাগছাস কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, সংগঠক জাকারিয়া ইমন প্রমূখ।
এছাড়াও স্থানীয় নেতাকর্মী, ছাত্র-যুব সংগঠনের সদস্যরা ও সাধারণ জনগণ ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।
— মিনারা আজমী/ তাবাসসুম/ সালেহ আহমদ
Reporter Name 























