1:20 pm, Sunday, 23 November 2025

শ্রীমঙ্গলে নিহত চা শ্রমিক পরিবারের পাশে হাজি মুজিব, দিলেন আর্থিক সহায়তা

  • Reporter Name
  • Update Time : 02:01:43 pm, Saturday, 26 July 2025
  • 80 Time View

শ্রীমঙ্গলে নিহত চা শ্রমিক পরিবারের পাশে হাজি মুজিব, দিলেন আর্থিক সহায়তা

মৌলভীবাজার | ২৬ জুলাই ২০২৫  — মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে নিহত চার তরুণের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি নেতা ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)।

গত শুক্রবার (২৫ জুলাই) নিহতদের শ্রাদ্ধ অনুষ্ঠানে হাজি মুজিবকে আমন্ত্রণ করা হয়। হাজি মুজিবের পক্ষে তার প্রতিনিধিরা উপস্থিত হয়ে পরিবারের হাতে ব্যক্তিগত অর্থায়নে প্রদত্ত সহায়তা তুলে দেন।

নিহত চারজন হলেন: রানা নায়েক (১৭),  শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০), নিপেন ফুলমালি (২৭)

তারা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা এবং সম্প্রতি সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা শোকাহত।

প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক – শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক – আজির উদ্দিন,  উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক – রুবেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক – রুমেন চৌধুরী, বিএনপি নেতা – দক্ষিণা বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক – আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা – সোহেল আহমেদ, পৌর যুবদল নেতা – এমদাদুল হক রাজিব, রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক – শামিম আহমেদ, বিএনপি নেতা – সুমন তাতি, ছাত্রদল নেতা – হেলাল, যুবদল নেতা – রাজকুমার তাতি, পঞ্চায়েত সভাপতি – লালন তাতি

প্রতিনিধিরা বলেন, “চা শ্রমিকদের জীবন-মরণ সংগ্রামে হাজি মুজিব সবসময় পাশে থাকবেন। নিহতদের পরিবারের এই শোক ও সংকটে আমরা সহমর্মী।”

— রুবেল আহমেদ/ তাবাসসুম/ সালেহ আহমদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

শ্রীমঙ্গলে নিহত চা শ্রমিক পরিবারের পাশে হাজি মুজিব, দিলেন আর্থিক সহায়তা

Update Time : 02:01:43 pm, Saturday, 26 July 2025

শ্রীমঙ্গলে নিহত চা শ্রমিক পরিবারের পাশে হাজি মুজিব, দিলেন আর্থিক সহায়তা

মৌলভীবাজার | ২৬ জুলাই ২০২৫  — মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে নিহত চার তরুণের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি নেতা ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)।

গত শুক্রবার (২৫ জুলাই) নিহতদের শ্রাদ্ধ অনুষ্ঠানে হাজি মুজিবকে আমন্ত্রণ করা হয়। হাজি মুজিবের পক্ষে তার প্রতিনিধিরা উপস্থিত হয়ে পরিবারের হাতে ব্যক্তিগত অর্থায়নে প্রদত্ত সহায়তা তুলে দেন।

নিহত চারজন হলেন: রানা নায়েক (১৭),  শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০), নিপেন ফুলমালি (২৭)

তারা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা এবং সম্প্রতি সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকা শোকাহত।

প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক – শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক – আজির উদ্দিন,  উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক – রুবেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক – রুমেন চৌধুরী, বিএনপি নেতা – দক্ষিণা বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক – আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা – সোহেল আহমেদ, পৌর যুবদল নেতা – এমদাদুল হক রাজিব, রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক – শামিম আহমেদ, বিএনপি নেতা – সুমন তাতি, ছাত্রদল নেতা – হেলাল, যুবদল নেতা – রাজকুমার তাতি, পঞ্চায়েত সভাপতি – লালন তাতি

প্রতিনিধিরা বলেন, “চা শ্রমিকদের জীবন-মরণ সংগ্রামে হাজি মুজিব সবসময় পাশে থাকবেন। নিহতদের পরিবারের এই শোক ও সংকটে আমরা সহমর্মী।”

— রুবেল আহমেদ/ তাবাসসুম/ সালেহ আহমদ