মৌলভীবাজারে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
মৌলভীবাজার | ২৬ জুলাই ২০২৫ — বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা ও শহর শাখার উদ্যোগে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “এই জাতি দীর্ঘদিন ধরে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে পিছিয়ে আছে। এখন সময় এসেছে নতুন প্রজন্মকে দায়িত্ব নেওয়ার। তোমরা মেধা দিয়ে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে এগিয়ে আসো।”
তিনি আরও বলেন, “এই সমাজে এমন মানুষ আছেন, যারা নিজের জীবন বাজি রেখে অন্যকে বাঁচিয়েছেন। এই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তোমাদের হাতেই তুলে দিতে হবে। শুধু নামাজ বা আচার নয়, বরং চরিত্র, আদর্শ ও ন্যায়ের মাধ্যমে সমাজকে গঠন করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি তারেক আজিজ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবির সভাপতি তারেক মনোয়ার, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, ইউনিভার্সেল কলেজের প্রভাষক রেজাউল ইসলাম ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, অভিভাবকবৃন্দ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা।
সংগীত পরিবেশন করে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ ও জলপ্রপাত সাংস্কৃতিক সংসদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
— রাব্বি মিয়া/ তাবাসসুম/ সালেহ আহমদ
Reporter Name 























