এমপিও বন্ধ হতে পারে বহু মাদরাসার: রক্ষণাবেক্ষণে গাফিলতি
ঢাকা | ২৬ জুলাই ২০২৫ — সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণে অবহেলা ও উদাসীনতা দেখালে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিতসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার (২৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, প্রকল্প ও রাজস্ব বাজেটের আওতায় দেশের বিভিন্ন মাদরাসায় নির্মিত একাডেমিক ভবন, আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের যথাযথ রক্ষণাবেক্ষণ বাধ্যতামূলক।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, “নির্বাচিত মাদরাসাগুলোর উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প“–এর আওতায় সারাদেশে মোট ১,৬৪৮টি মাদরাসার মধ্যে ১,২৯৯টিতে নির্মাণকাজ শেষ হয়েছে। অবশিষ্ট ভবনসমূহের কাজ ২০২৬ সালের জুন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি অবকাঠামো
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক প্রকল্প পরিদর্শনে দেখা গেছে:
-
শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন
-
টয়লেট, বেসিন নষ্ট হয়ে ওয়াশব্লক অনুপযোগী
-
পানির ট্যাংকের নিচে শেওলা ও গাছপালা
-
মাত্র ১-২ বছরের ব্যবহারে ভবন ক্ষতিগ্রস্ত
এছাড়া, অনেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সরকারি স্থাপনার রক্ষণাবেক্ষণে সম্পূর্ণ উদাসীন। এতে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির মুখে পড়ছে এবং শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে।
আইনি ব্যবস্থা ও এমপিও স্থগিতের হুঁশিয়ারি
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)” অনুযায়ী—যেসব প্রতিষ্ঠান সরকারি অবকাঠামো রক্ষায় ব্যর্থ হবে, সেসব প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাদরাসাগুলোকে রক্ষণাবেক্ষণ পদ্ধতি ও প্রকল্পের এক্সিট প্ল্যান অনুযায়ী কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে, যা এখন থেকে বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।
— তাবাসসুম/ সালেহ / এস এম মেহেদী
Reporter Name 



























