বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত, নেতৃত্বে জাহাঙ্গীর
ঢাকা | ২৫ জুলাই ২০২৫ — বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল (বিআরসি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫১ সদস্যের এই কমিটির মেয়াদ ছয় মাস। চ্যানেল এস-এর জয়েন্ট নিউজ এডিটর টি এইচ এম জাহাঙ্গীরকে কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ও সম্পাদকরা। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অপরাধ অনুসন্ধান পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. বিল্লাল হোসেন এবং অর্থ-সচিব হয়েছেন বাংলা টাইমস-এর বার্তা সম্পাদক সিদ্দিকুর রহমান।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, রফিক উল্লাহ সিকদার, খোন্দকার জিল্লুর রহমান, জাহিদ আহমদ চৌধুরী বিপুল, মো. ওমর ফারুক জালাল, লায়লা ফেরদৌসী শোহেলী, হারুন অল কবির নিক্সন, মো. আব্দুল আউয়াল সেতু, নার্গিস জুঁই, এম এইচ পাপ্পু চৌধুরী, ওমর ফারুক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তালাত মাহমুদ, মানিক সিকদার, এফ এইচ অপু, এস এম মেহেদী হাসান, শরীফ মোহাম্মদ মাসুম, মো. আমিরুল ইসলাম, নোমান রহমান, মোহাম্মদ কামাল উদ্দিন, উজ্জ্বল হোসাইন, মনিরুজ্জামান মিয়া, রফিকুল ইসলাম, মো. সাজেদুল হক (ডিউক), মো. সালাহ উদ্দিন (সালেহ বিপ্লব), দেলোয়ার হোসেন বাদল, আকাশ মিয়াজী, তানভির রায়হান, আল-ইহসান, মোহাম্মদ সাজিদ, আহমদ আলী, মো. সিকান্দর আলী, মো. আশরাফুল আলম, এস এম ফয়সল আহমদ, এম আতাউর রহমান, মিজানুর রহমান চৌধুরী, সাইফুল্লাহ মাহমুদ টিটু, মো. মাহবুবুল হক মাহবুব, এস এম শাহ্ জালাল, মো. এ কে ফজলুল হক (সুমন), নাহিদা আক্তার পপি, আবুল কালাম আজাদ, আনিসুর রহমান আনিস, মিরাজ ইসলাম, জাকির আহমদ জীবন, আবু বক্কর, জাকির হোসাইন, সেলিনা আক্তার ইতি, সঞ্জয় মোদক, মো. রাজন মাদবর।
এই কমিটিতে জায়গা পেয়েছেন টেলিভিশন, জাতীয় দৈনিক, অনলাইন ও সাপ্তাহিক পত্রিকার সঙ্গে জড়িত অভিজ্ঞ সাংবাদিকরা। সংগঠনটির লক্ষ্য হচ্ছে দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন, এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা।
নতুন কমিটি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শীঘ্রই সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি, নিরাপত্তা ও পেশাগত নীতিমালার উন্নয়নে কাজ করবে।
বিশ্লেষকরা বলছেন, এই কমিটির মাধ্যমে দেশের সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত হবে এবং নীতিগতভাবে শক্তিশালী ভূমিকা রাখবে।
— তাবাসসুম/ সালেহ / মেহেদী
Reporter Name 




























