2:16 pm, Sunday, 23 November 2025

৬০ লাখ ডলারের ‘শিল্পকলা’ আবার খেয়ে ফেললেন দর্শনার্থী!

৬০ লাখ ডলারের ‘শিল্পকলা’ আবার খেয়ে ফেললেন দর্শনার্থী!

প্যারিস | ২৫ জুলাই ২০২৫  — ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান-এর বহুল আলোচিত শিল্পকর্ম ‘কমেডিয়ান’ — দেয়ালে টেপ দিয়ে লাগানো একটি তাজা কলা — ফের একবার আলোচনায়। কারণ, ফ্রান্সের একটি গ্যালারিতে আগত এক দর্শনার্থী সেটি খেয়ে ফেলেছেন!

সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে সেন্টার-পম্পিডু মেটজ কর্তৃপক্ষ জানায়, ১২ জুলাই পূর্ব ফ্রান্সের এই গ্যালারিতে এক দর্শনার্থী শিল্পকর্মটির অংশ হিসেবে প্রদর্শিত কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন।

গ্যালারি জানিয়েছে, “নিরাপত্তা দল দ্রুত ও শান্তভাবে অভ্যন্তরীণ পদ্ধতি অনুসরণ করে পদক্ষেপ নেয়। কয়েক মিনিটের মধ্যেই শিল্পকর্মটি পুনরায় স্থাপন করা হয়।” কারণ, কলাটি একটি পচনশীল উপাদান, যা শিল্পীর নির্দেশনায় নিয়মিত প্রতিস্থাপন করা হয়।

পুলিশে অভিযোগ হয়নি

ঘটনাটিকে সম্পূর্ণভাবেই পারফরম্যান্স আর্ট হিসেবে দেখা হচ্ছে। তাই গ্যালারি কর্তৃপক্ষ পুলিশে কোনো অভিযোগ দায়ের করেনি।

কলা খাওয়ার ইতিহাস দীর্ঘ!

তবে এটাই প্রথম নয়। এর আগেও ‘কমেডিয়ান’ শিল্পকর্মটি বহুবার ভক্ষণের শিকার হয়েছে।

  • ২০১৯ সালে, ফ্লোরিডার আর্ট বাসেল মিয়ামি ফেয়ার-এ ‘কমেডিয়ান’ প্রথম উন্মোচিত হয়। তখন পারফরম্যান্স শিল্পী ডেভিড দাতুনা শত শত দর্শকের সামনে কলাটি খুলে খেয়ে ফেলেন। এটি ছিল ভাইরাল মুহূর্ত এবং শিল্পকর্মটি ওই মেলাতেই ১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়।

  • ২০২৩ সালে, দক্ষিণ কোরিয়ার লিউম মিউজিয়াম অব আর্ট-এ এক শিল্পকলার ছাত্র একই কাজ করেন।

  • ২০২৪ সালের নভেম্বরে, বিটকয়েন ও ব্লকচেইন দুনিয়ার আলোচিত ব্যক্তি জাস্টিন সান, যিনি ওই শিল্পকর্মটি ৬.২৪ মিলিয়ন ডলারে নিলামে কিনেছিলেন — তিনিও পরে সেটি খেয়ে ফেলেন।

‘সবচেয়ে খাওয়া’ শিল্পকর্ম!

সেন্টার-পম্পিডু মেটজের মতে, “গত ৩০ বছরে এটিই সম্ভবত সবচেয়ে বেশি খাওয়া শিল্পকর্ম।”
শিল্পকর্মটির মূল বক্তব্য — শিল্প বাজারের অযৌক্তিকতা ও আর্থিক জল্পনার ভঙ্গুরতা ফুটিয়ে তোলা।

তবে প্রশ্ন থেকে যায়—শিল্পের মূল্য কি আসলেই এর অবয়ব, নাকি সেটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া?

— সুমন/দেলোয়ার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

৬০ লাখ ডলারের ‘শিল্পকলা’ আবার খেয়ে ফেললেন দর্শনার্থী!

Update Time : 07:42:45 pm, Friday, 25 July 2025

৬০ লাখ ডলারের ‘শিল্পকলা’ আবার খেয়ে ফেললেন দর্শনার্থী!

প্যারিস | ২৫ জুলাই ২০২৫  — ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান-এর বহুল আলোচিত শিল্পকর্ম ‘কমেডিয়ান’ — দেয়ালে টেপ দিয়ে লাগানো একটি তাজা কলা — ফের একবার আলোচনায়। কারণ, ফ্রান্সের একটি গ্যালারিতে আগত এক দর্শনার্থী সেটি খেয়ে ফেলেছেন!

সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে সেন্টার-পম্পিডু মেটজ কর্তৃপক্ষ জানায়, ১২ জুলাই পূর্ব ফ্রান্সের এই গ্যালারিতে এক দর্শনার্থী শিল্পকর্মটির অংশ হিসেবে প্রদর্শিত কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন।

গ্যালারি জানিয়েছে, “নিরাপত্তা দল দ্রুত ও শান্তভাবে অভ্যন্তরীণ পদ্ধতি অনুসরণ করে পদক্ষেপ নেয়। কয়েক মিনিটের মধ্যেই শিল্পকর্মটি পুনরায় স্থাপন করা হয়।” কারণ, কলাটি একটি পচনশীল উপাদান, যা শিল্পীর নির্দেশনায় নিয়মিত প্রতিস্থাপন করা হয়।

পুলিশে অভিযোগ হয়নি

ঘটনাটিকে সম্পূর্ণভাবেই পারফরম্যান্স আর্ট হিসেবে দেখা হচ্ছে। তাই গ্যালারি কর্তৃপক্ষ পুলিশে কোনো অভিযোগ দায়ের করেনি।

কলা খাওয়ার ইতিহাস দীর্ঘ!

তবে এটাই প্রথম নয়। এর আগেও ‘কমেডিয়ান’ শিল্পকর্মটি বহুবার ভক্ষণের শিকার হয়েছে।

  • ২০১৯ সালে, ফ্লোরিডার আর্ট বাসেল মিয়ামি ফেয়ার-এ ‘কমেডিয়ান’ প্রথম উন্মোচিত হয়। তখন পারফরম্যান্স শিল্পী ডেভিড দাতুনা শত শত দর্শকের সামনে কলাটি খুলে খেয়ে ফেলেন। এটি ছিল ভাইরাল মুহূর্ত এবং শিল্পকর্মটি ওই মেলাতেই ১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়।

  • ২০২৩ সালে, দক্ষিণ কোরিয়ার লিউম মিউজিয়াম অব আর্ট-এ এক শিল্পকলার ছাত্র একই কাজ করেন।

  • ২০২৪ সালের নভেম্বরে, বিটকয়েন ও ব্লকচেইন দুনিয়ার আলোচিত ব্যক্তি জাস্টিন সান, যিনি ওই শিল্পকর্মটি ৬.২৪ মিলিয়ন ডলারে নিলামে কিনেছিলেন — তিনিও পরে সেটি খেয়ে ফেলেন।

‘সবচেয়ে খাওয়া’ শিল্পকর্ম!

সেন্টার-পম্পিডু মেটজের মতে, “গত ৩০ বছরে এটিই সম্ভবত সবচেয়ে বেশি খাওয়া শিল্পকর্ম।”
শিল্পকর্মটির মূল বক্তব্য — শিল্প বাজারের অযৌক্তিকতা ও আর্থিক জল্পনার ভঙ্গুরতা ফুটিয়ে তোলা।

তবে প্রশ্ন থেকে যায়—শিল্পের মূল্য কি আসলেই এর অবয়ব, নাকি সেটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া?

— সুমন/দেলোয়ার