1:37 pm, Sunday, 23 November 2025

মৌলভীবাজারে ২৬ জুলাই ‘জুলাই পদযাত্রা’ এনসিপির সমাবেশ ও পথসভা

  • Reporter Name
  • Update Time : 06:32:04 pm, Friday, 25 July 2025
  • 105 Time View

মৌলভীবাজারে ২৬ জুলাই ‘জুলাই পদযাত্রা’ এনসিপির সমাবেশ ও পথসভা

শাহ ফাহিম আহমদ, মৌলভীবাজার | ২৫ জুলাই ২০২৫  — স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ জুলাই (শনিবার) মৌলভীবাজারে আয়োজিত হচ্ছে পদযাত্রা, সমাবেশ ও পথসভা।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার শহরের বেড়িরপাড় পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে কুসুুমবাগ ও চৌমুহনা হয়ে আবার সমাবেশস্থলে ফিরে আসবে। এরপর শুরু হবে পথসভা, যা চলবে বেলা দুইটা পর্যন্ত। পরে শোভাযাত্রাটি শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেবে।

বৃহস্পতিবার রাত ৮টায় জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়ক ফাহাদ আলম এবং জেলা যুগ্ম সমন্বয়ক এহসান জাকারিয়া।

নেতৃবৃন্দ জানান, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে এবারের পদযাত্রা আয়োজন করা হয়েছে। তারা বলেন, “যারা ফ্যাসিবাদী শাসনের অবসানে নেতৃত্ব দিয়েছেন, তারা প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে আসছেন – তাই কর্মসূচিকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।”

দলীয় কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজারে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, যাদের মধ্যে রয়েছেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক  আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটোয়ারী,

সমাপ্তি অনুষ্ঠানে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। এরপর এনসিপি নেতারা বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করবেন এবং বিকেলে মৌলভীবাজার সফর শেষ করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন।

— তাবাসসুম/সালেহ / এস এম মেহেদী

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

মৌলভীবাজারে ২৬ জুলাই ‘জুলাই পদযাত্রা’ এনসিপির সমাবেশ ও পথসভা

Update Time : 06:32:04 pm, Friday, 25 July 2025

মৌলভীবাজারে ২৬ জুলাই ‘জুলাই পদযাত্রা’ এনসিপির সমাবেশ ও পথসভা

শাহ ফাহিম আহমদ, মৌলভীবাজার | ২৫ জুলাই ২০২৫  — স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ জুলাই (শনিবার) মৌলভীবাজারে আয়োজিত হচ্ছে পদযাত্রা, সমাবেশ ও পথসভা।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার শহরের বেড়িরপাড় পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে কুসুুমবাগ ও চৌমুহনা হয়ে আবার সমাবেশস্থলে ফিরে আসবে। এরপর শুরু হবে পথসভা, যা চলবে বেলা দুইটা পর্যন্ত। পরে শোভাযাত্রাটি শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেবে।

বৃহস্পতিবার রাত ৮টায় জেলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়ক ফাহাদ আলম এবং জেলা যুগ্ম সমন্বয়ক এহসান জাকারিয়া।

নেতৃবৃন্দ জানান, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে এবারের পদযাত্রা আয়োজন করা হয়েছে। তারা বলেন, “যারা ফ্যাসিবাদী শাসনের অবসানে নেতৃত্ব দিয়েছেন, তারা প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে আসছেন – তাই কর্মসূচিকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।”

দলীয় কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজারে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, যাদের মধ্যে রয়েছেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক  আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটোয়ারী,

সমাপ্তি অনুষ্ঠানে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। এরপর এনসিপি নেতারা বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় করবেন এবং বিকেলে মৌলভীবাজার সফর শেষ করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন।

— তাবাসসুম/সালেহ / এস এম মেহেদী