1:21 pm, Sunday, 23 November 2025

বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা

  • Reporter Name
  • Update Time : 04:27:18 pm, Thursday, 24 July 2025
  • 114 Time View

বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা: মৌলভীবাজারে রুহুল কবির রিজভীর বক্তব্য

শাহ ফাহিম আহমদ, মৌলভীবাজার | ২৪ জুলাই ২০২৫  —  মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কবির রিজভী বলেন, “স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা, বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুসকে আমি ধন্যবাদ জানাই। বিচারপতি খায়রুল হক দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের মূল স্তম্ভকে অগ্রাহ্য করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপির কোটি কোটি শক্তিশালী সমর্থক রয়েছেন। এই বছর আমরা এক কোটি সদস্য সংগ্রহ এবং নবায়ন করার লক্ষ্যে কাজ করব।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী আরও জানান, “গত ১৬ বছর থেকে স্বৈরাচার শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস জুলুম, নির্যাতন চালিয়েছেন। সেই মামলা মোকাবেলায় আমি ও আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন কারাবন্দী হয়েছি।”

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য রশিদুজ্জান মিল্লাত।

বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, “আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সম্মেলন গোপন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করব।”

সভায় আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়ালী সিদ্দিকী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশী মিছবাহ উর রহমান, এডভোকেট আবেদ রাজা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত নূরুল ইসলাম সেলুন সহ জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

— তাবাসসুম/সালেহ / মেহেদী

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা

Update Time : 04:27:18 pm, Thursday, 24 July 2025

বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা: মৌলভীবাজারে রুহুল কবির রিজভীর বক্তব্য

শাহ ফাহিম আহমদ, মৌলভীবাজার | ২৪ জুলাই ২০২৫  —  মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কবির রিজভী বলেন, “স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা, বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনুসকে আমি ধন্যবাদ জানাই। বিচারপতি খায়রুল হক দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের মূল স্তম্ভকে অগ্রাহ্য করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপির কোটি কোটি শক্তিশালী সমর্থক রয়েছেন। এই বছর আমরা এক কোটি সদস্য সংগ্রহ এবং নবায়ন করার লক্ষ্যে কাজ করব।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী আরও জানান, “গত ১৬ বছর থেকে স্বৈরাচার শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস জুলুম, নির্যাতন চালিয়েছেন। সেই মামলা মোকাবেলায় আমি ও আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন কারাবন্দী হয়েছি।”

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য রশিদুজ্জান মিল্লাত।

বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, “আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সম্মেলন গোপন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করব।”

সভায় আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়ালী সিদ্দিকী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশী মিছবাহ উর রহমান, এডভোকেট আবেদ রাজা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত নূরুল ইসলাম সেলুন সহ জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

— তাবাসসুম/সালেহ / মেহেদী