মুসলিমকে বাংলাদেশে বিতাড়িত করেছে ভারত: এইচআরডব্লিউর নিন্দা
রূপান্তর ডেস্ক | ২৪ জুলাই ২০২৫ —
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত সরকার শত শত বাঙালি মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে বিতাড়ন করেছে। তাদের অনেকেই ভারতেরই নাগরিক এবং সীমান্তবর্তী রাজ্যগুলোর স্থায়ী বাসিন্দা। চলতি বছরের মে মাস থেকে বিজেপি সরকার ‘অবৈধ অভিবাসী’ নামক অভিযোগ তুলে এই বিতাড়ন অভিযান জোরদার করেছে।
এইচআরডব্লিউর মতে, এসব মুসলিমদের যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের বিভিন্ন রাজ্যে (আসাম, মহারাষ্ট্র, গুজরাট, ওডিশা প্রভৃতি) মুসলিম শ্রমজীবী মানুষদের আটক করে বিএসএফের মাধ্যমে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে। কিছু ক্ষেত্রে নাগরিকত্ব যাচাই না করেই নির্যাতনের মাধ্যমে সীমান্ত পার করানো হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদেরও এভাবে পুশ-ইন করা হয়েছে, যা আন্তর্জাতিক শরণার্থী নীতিমালার সরাসরি লঙ্ঘন। সংস্থাটি বলেছে, ভারতের এ পদক্ষেপ মুসলিমদের বিরুদ্ধে একটি বৈষম্যমূলক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। এই ধরনের আচরণ ভারতের ঐতিহাসিক মানবতাবাদী অবস্থান ও আন্তর্জাতিক আইনের বিরোধী।
— তাবাসসুম/সালেহ/ মেহেদী হাসান
এস এম মেহেদী হাসান 




























