জনবল নেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বেতন ৫০ হাজার
দুমকি, পটুয়াখালী | ২৪ জুলাই ২০২৫ —
শায়খ আহমাদুল্লাহর প্রতিষ্ঠিত ও পরিচালিত সেবামূলক ইসলামি প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন ‘কুরআন ও তাজবীদ প্রশিক্ষক’ পদে তিনজনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তরা মাসিক ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, বোনাস এবং অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।
পদের বিবরণ:
-
পদের নাম: কুরআন ও তাজবীদ প্রশিক্ষক
-
পদসংখ্যা: ৩ জন
-
কর্মঘণ্টা: সকাল ৯টা থেকে বিকেল ৬টা (পূর্ণকালীন)
যোগ্যতা ও অভিজ্ঞতা:
-
হিফজ ও তাজবীদ বিষয়ে প্রাতিষ্ঠানিক সনদ
-
দাওরায়ে হাদীস/স্নাতক ডিগ্রি (মুমতায, জায়্যিদ জিদ্দান বা CGPA ৩.০০-এর ওপরে)
-
কুরআন তিলাওয়াতে মাশক এবং তাজবীদের খুঁটিনাটি বিষয়ে দক্ষতা
-
সুন্দর কণ্ঠে তিলাওয়াতের সক্ষমতা
-
সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা অভিজ্ঞতা
-
দ্বীনদার, দায়িত্বশীল এবং শিক্ষাদানে আগ্রহী
ভাইভার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
-
সর্বশেষ শিক্ষাগত সনদ/রেজাল্টশিট
-
হিফজ ও তাজবীদ সনদ
-
পূর্ববর্তী অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
-
কুরআন তিলাওয়াত বা তাজবীদ শেখানোর নমুনা (যদি থাকে)
-
জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মসনদ
-
পাসপোর্ট সাইজ ২ কপি ছবি
-
হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
বেতন ও অন্যান্য সুবিধা:
-
মাসিক বেতন: ৩০,০০০ – ৫০,০০০ টাকা (যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে)
-
বছরে ২টি উৎসব বোনাস
-
প্রভিডেন্ট ফান্ড
-
বার্ষিক বেতন পর্যালোচনা
-
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও পদোন্নতির সুযোগ
-
একটি নিবেদিত দ্বীনি শিক্ষা পরিবেশে কাজ করার সুযোগ
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৫ জুলাই ২০২৫ এবং ভাইভা অনুষ্ঠিত হবে ২৭ জুলাই ২০২৫, রোববার।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামি শিক্ষা ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করতে আগ্রহীদের জন্য একটি বিরল সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
— মিনারা আজমী/ তাবাসসুম/ মেহেদী হাসান
Reporter Name 



























