2:04 pm, Sunday, 23 November 2025

ওয়েলসে আল ইসলাহ ইউকের বার্ষিক সাধারণ সভা ও নেতৃত্ব সম্মেলন অনুষ্ঠিত

ওয়েলসে আল ইসলাহ ইউকের বার্ষিক সাধারণ সভা ও নেতৃত্ব সম্মেলন অনুষ্ঠিত

কার্ডিফ, যুক্তরাজ্য | ২১ জুলাই ২০২৫ —  যুক্তরাজ্যের ওয়েলসে অনুষ্ঠিত হলো ইউকে আনজুমানে আল ইসলাহ-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ও নেতৃত্ব সম্মেলন (Leadership Conference)। সোমবার (২১ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টায় কার্ডিফের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে ওয়েলসের বিভিন্ন শহর—সোয়ানসি, নিউপোর্টসহ নানা প্রান্ত থেকে আগত ডেলিগেটরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আনসার মিয়া ও জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর।

কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন—কেন্দ্রীয় নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ বদরুল ইসলাম, কাউন্সিলার দিলওয়ার আলী, শাহজালাল ও জালালিয়া মসজিদের খতীববৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ তৌয়াহিদুল হক এবং নাতে রাসূল পরিবেশন করেন হাফিজ জালাল উদ্দিন। পরে ট্রেজারার শাহ মোহাম্মদ তসলিম আলী আর্থিক প্রতিবেদন এবং সেক্রেটারি আনসার মিয়া বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন।

নেতৃবৃন্দ সংগঠনের অগ্রগতির জন্য সুপরামর্শ দেন এবং আলোচনার মাধ্যমে পরবর্তী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচিতরা হলেন:

  • প্রেসিডেন্ট: হাফিজ মাওলানা ফারুক আহমদ

  • জেনারেল সেক্রেটারি: আনসার মিয়া

  • ভাইস প্রেসিডেন্ট: আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ আনোয়ার, মাওলানা আব্দুল মুক্তাদির

  • জয়েন্ট সেক্রেটারি: মোহাম্মদ মকিস মনসুর

  • প্রেস ও পাবলিসিটি: মোহাম্মদ আসকর আলী

  • অর্গানাইজিং সেক্রেটারি: সৈয়দ শামসুল হক রানু

  • এডুকেশন ও কালচারাল সেক্রেটারি: মাওলানা আসাদুল হক

  • ট্রেনিং ও এমপ্লয়মেন্ট: শেখ আব্দুল আজিজ আতিকুজ্জামান

  • ওয়েলফেয়ার সেক্রেটারি: মোহাম্মদ জহির আলী

  • মেম্বারশিপ: ক্বারী এম মোজাম্মেল আলী

  • কাউন্সিল সদস্য: ক্বারী মিনহাজ উদ্দিন জুবের, শাহ গোলাম কিবরিয়া, আলহাজ্ব তৈমছ আলী

সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজরুল ইসলাম তাঁর দোয়ার মাধ্যমে, যেখানে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করেন। পরে সবাই মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

— সালেহ আহমদ/ তাবাসসুম/ মেহেদী হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

ওয়েলসে আল ইসলাহ ইউকের বার্ষিক সাধারণ সভা ও নেতৃত্ব সম্মেলন অনুষ্ঠিত

Update Time : 08:36:20 pm, Wednesday, 23 July 2025

ওয়েলসে আল ইসলাহ ইউকের বার্ষিক সাধারণ সভা ও নেতৃত্ব সম্মেলন অনুষ্ঠিত

কার্ডিফ, যুক্তরাজ্য | ২১ জুলাই ২০২৫ —  যুক্তরাজ্যের ওয়েলসে অনুষ্ঠিত হলো ইউকে আনজুমানে আল ইসলাহ-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ও নেতৃত্ব সম্মেলন (Leadership Conference)। সোমবার (২১ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টায় কার্ডিফের বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে ওয়েলসের বিভিন্ন শহর—সোয়ানসি, নিউপোর্টসহ নানা প্রান্ত থেকে আগত ডেলিগেটরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি আনসার মিয়া ও জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর।

কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন—কেন্দ্রীয় নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ বদরুল ইসলাম, কাউন্সিলার দিলওয়ার আলী, শাহজালাল ও জালালিয়া মসজিদের খতীববৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ তৌয়াহিদুল হক এবং নাতে রাসূল পরিবেশন করেন হাফিজ জালাল উদ্দিন। পরে ট্রেজারার শাহ মোহাম্মদ তসলিম আলী আর্থিক প্রতিবেদন এবং সেক্রেটারি আনসার মিয়া বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন।

নেতৃবৃন্দ সংগঠনের অগ্রগতির জন্য সুপরামর্শ দেন এবং আলোচনার মাধ্যমে পরবর্তী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচিতরা হলেন:

  • প্রেসিডেন্ট: হাফিজ মাওলানা ফারুক আহমদ

  • জেনারেল সেক্রেটারি: আনসার মিয়া

  • ভাইস প্রেসিডেন্ট: আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ আনোয়ার, মাওলানা আব্দুল মুক্তাদির

  • জয়েন্ট সেক্রেটারি: মোহাম্মদ মকিস মনসুর

  • প্রেস ও পাবলিসিটি: মোহাম্মদ আসকর আলী

  • অর্গানাইজিং সেক্রেটারি: সৈয়দ শামসুল হক রানু

  • এডুকেশন ও কালচারাল সেক্রেটারি: মাওলানা আসাদুল হক

  • ট্রেনিং ও এমপ্লয়মেন্ট: শেখ আব্দুল আজিজ আতিকুজ্জামান

  • ওয়েলফেয়ার সেক্রেটারি: মোহাম্মদ জহির আলী

  • মেম্বারশিপ: ক্বারী এম মোজাম্মেল আলী

  • কাউন্সিল সদস্য: ক্বারী মিনহাজ উদ্দিন জুবের, শাহ গোলাম কিবরিয়া, আলহাজ্ব তৈমছ আলী

সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজরুল ইসলাম তাঁর দোয়ার মাধ্যমে, যেখানে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করেন। পরে সবাই মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

— সালেহ আহমদ/ তাবাসসুম/ মেহেদী হাসান