পরিবারসহ পবিত্র ওমরাহ হজ পালনে সৌদি আরবে সাংবাদিক শেখ সিরাজ
মৌলভীবাজার | ২১ জুলাই ২০২৫ — গণমাধ্যম ব্যক্তিত্ব ও মৌলভীবাজার জেলার প্রথিতযশা সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ পরিবারসহ পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন। তিনি বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।
এই পবিত্র সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী অ্যাডভোকেট কুলসুমা বেগম, যিনি সিলেট জজ কোর্টে আইন পেশায় যুক্ত আছেন, এবং তাদের একমাত্র সন্তান শেখ রিয়াদ ইসলাম স্বপ্ন।
জানা যায়, সৌদি আরবে দুই সপ্তাহের সফরে তারা পবিত্র কাবা শরীফে ওমরাহ হজ পালন ছাড়াও মক্কা-মদিনার বিভিন্ন ঐতিহাসিক ইসলামিক স্থানে জিয়ারত করবেন। রাসুল (সা.) ও সাহাবায়ে কেরামের রওজা মোবারক জিয়ারত এবং নামাজ, তাওয়াফ ও অন্যান্য ইবাদতের মাধ্যমে এ সফরকে আত্মিক ও ধর্মীয় পরিপূর্ণতায় ভরিয়ে তুলবেন বলে আশা করা হচ্ছে।
রওনা হওয়ার আগে শেখ সিরাজ তার শুভানুধ্যায়ী, সহকর্মী ও মৌমাছি কণ্ঠ পত্রিকার পাঠকদের উদ্দেশে বলেন,
“সময়ের স্বল্পতায় সবার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে বিদায় নিতে না পারার জন্য আমি দুঃখিত। আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন শুদ্ধ ও সহীহভাবে ওমরাহ পালন করে নিরাপদে দেশে ফিরতে পারি। দেশ ও জাতির মঙ্গল কামনায় আমরা আল্লাহর দরবারে দোয়া করব ইনশাআল্লাহ।”
প্রাসঙ্গিক প্রেক্ষাপট:
সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মী। তিনি দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক ডেইলি সান ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তার নিরপেক্ষতা, মানবিক দায়বদ্ধতা ও ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধাবোধ সর্বমহলে প্রশংসিত।
— সালেহ/ তাবাসসুম/ মেহেদী হাসান
সালেহ আহমদ (স'লিপক) 




























